২০১১ সালে জাপানে সুনামির ভিডিও জিইয়ে উঠল পাকিস্তানে বন্যার দৃশ্য বলে
বুম যাচাই করে দেখে ভিডিওটি ২০১১ সালের মার্চ মাসে জাপানের ইশিনোমাকিতে হওয়া সুনামির প্রভাবে জলোচ্ছ্বাসের বিভৎসতা।
Claim
২০১১ সালে সুনামির ফলে জাপানের ইশিনোমাকিতে জলোচ্ছ্বাসের ভিডিও সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি সহ পাকিস্তানের করাচি শহরে বন্যার ঘটনা বলে ছড়ানো হচ্ছে। ফেসবুকে ভাইরাল হওয়া ছাদ থেকে তোলা ভিডিওটিতে দেখা যায় প্লাবনের জলস্রোতে ভেসে যাচ্ছে রাস্তায় দাঁড় করানো গাড়ি। ভিডিওটিতে ইংরেজিতে লেখা রয়েছে,"আজকে পাকিস্তানের করাচি"। ফেসবুকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, “আল্লাহ পাকিস্তান কে বন্যা থেকে হেফাজত করো।”
Fact
ভিডিওটির মূল ফ্রেমগুলি রিভার্স ইমেজ সার্চ করে আমরা একই দৃশ্যের ৩ মিনিট ৪৭ সেকেন্ডের একটি দীর্ঘ ভিডিও খুঁজে। ভিডিওটি ২০১২ সালের ৩০ এপ্রিল ইউটিউবে আপলোড করা হয় যার বিবরণে লেখা হয় সেটি ২০১১ সালে জাপানের ইশিনোমাকির সুনামির দৃশ্য। ওই ভিডিওতে সৌজন্য হিসাবে "তাকুরো সুজুকি" নামের আরও এক ইউটিউব চ্যানেলের কথা বলা হয়। ওই চ্যানেলটি ২০১১ সালের ডিসেম্বর মাসে ভিডিওটি ইউটিউবে আপলোড করে। এই ভিডিওর বিবরণে লেখা হয়, "পূর্ব জাপানে ভূমিকম্পের পর ইশিনোমাকির জলোচ্ছ্বাস। মিয়াগিতে ইশিনোমাকির ছবি। এই রকম খারাপ অবস্থায় আটকে পড়বেন না। এটা এক অসম্ভব পরিস্থিতি। আমি ইশিনোমাকি গ্যাস কম্পানির বাড়ির ছাদ থেকে ছবি তুলছি।" ছবিটি যে মিয়াগি প্রিফেক্চারে ইশিনোমাকি সিটিতে ইশিনোমাকি গ্যাস কম্পানির পাশ থেকে তোলা হয় গুগল ম্যাপে মিলিয়ে সে ব্যাপারে নিশ্চিত হয় বুম। ভিডিওটি ২০২০ সালের অগস্ট মাসে চিনে বন্যা বলে ভুয়ো দাবিতে ছড়ানো হলে বুম সে সময় ভিডিওটির তথ্য-যাচাই করে।