ফাস্ট চেক
বিমানবন্দরে পাকিস্তানের ব্যক্তির নগ্ন তল্লাশি? ২০১২ সালের ছবিটি মার্কিন নাগরিকের
বুম দেখে ছবিটি ২০১২ সালে পোর্টল্যান্ড বিমানবন্দরে এক মার্কিন যাত্রীর, যিনি তল্লাশিতে ক্ষুব্ধ হয়ে নিজেকে বেআবরু করেন।
Claim
সোশাল মিডিয়ায় আমেরিকার ওরেগ্যানের বাসিন্দা এক ব্যক্তির বিমানবন্দরে নগ্নাবস্থায় তল্লাশির ছবি ভুয়ো দাবি সহ শেয়ার করা হচ্ছে। ফেসবুকে শেয়ার করা গ্রাফিক ছবিটিতে লেখা হয়েছে, “যখন কোনও পাকিস্তানি বিদেশের মাটিতে নামে।” (মূল ইংরেজিতে: Whenever Paksitanis Land in Foreign Countries)
Fact
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবির ব্যক্তি পাকিস্তানের নাগরিক নন। ২০১২ সালের ১৭ এপ্রিল পোর্টল্যান্ড বিমানবন্দরে এক মার্কিন যাত্রী জন ই. ব্রেনন তাল্লাশিতে ক্ষুব্ধ হয়ে নিজেই প্রতাবাদ স্বরূপ নগ্ন হয়ে যান। এই ছবিটির মাথা ফোটোশপ করে বদলে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ভুয়ো দাবি করা হয়, পাকিস্তানের মন্ত্রী শাহরিয়ার আফ্রিদিকে মার্কিন এক বিমানবন্দরে এভাবে নগ্ন করে তল্লাশি করা হয়। বুম সে সময় ওই ফোটোশপ করা ছবি ও ভুয়ো দাবিটির তথ্য-যাচাই করে।
Claim : পাকিস্তানের ব্যক্তির বিদেশের বিমানবন্দরে নগ্ন তল্লাশি
Claimed By : Facebook Posts
Fact Check : False