২০১৩ সালে বাংলাদেশের হিংসাত্মক বিক্ষোভকে কেরলের ঘটনা বলে ছড়ানো হচ্ছে
বুম দেখে ভাইরাল ছবিটি ২০১৩ সালের মে মাসে বাংলাদেশের ঢাকার পোস্তাগোলা এলাকায় সংগঠিত একটি প্রতিবাদ বিক্ষোভের।
Claim
লাঠিসোটা নিয়ে দৌড়ানো একদল বিক্ষোভকারীর ছবি সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ কেরলের ঘটনা বলে শেয়ার করা হচ্ছে। ফেসবুক পোস্টে হিন্দিতে ক্যাপশন লেখা হচ্ছে, ‘‘ভাবুন যদি এরকম দলবল আপনার কাছের এলাকায়, সোসাইটিতে অথবা কলোনিতে পৌছে যায় এদের স্বাগত জানানো হবে, না হবেনা(?)। এটি কেরলের অবস্থা।’’ (হিন্দিতে মূল ক্যাপশন: सोचिए इस तरह की भीड़ आपके इलाके सोसायटी कॉलोनी पर बिल्कुल ऐसे ही पहुंच जाएं तो आपके पास इन के स्वागत का इंतजाम की व्यवस्था है या नहीं यह दृश्य केरल का है)
FactCheck
বুম যাচাই করে দেখে ছবিটি ২০১৩ সালের মে মাসে বাংলাদেশের ঢাকার পোস্তাগোলার অদূরে বাংলাদেশ-চিন মৈত্রী সেতু দিয়ে যাওয়া একটি বিক্ষোভের। ৭ মে ২০১৩ প্রকাশিত টাইম টুর্কের প্রতিবেদনে দেখা যাবে ছবিটি। মাদ্রাসা ছাত্র ও শিক্ষক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশে ধর্মদ্রোহীতার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবিতে ওই প্রতিবাদ বিক্ষোভের ডাক দেয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী ওই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে কমপক্ষে ২৭ জন মারা যায় ও ডজনখানেক বিক্ষোভকারী আহত হন। ২০১৯ সালের অক্টোবর মাসে বাংলাদেশে বিক্ষোভের ঘটনা বলে ছবিটি ভুয়ো দাবি সহ আগেও একবার ভাইরাল হয়েছিল। বুম সে সময় ছবিটিকে তথ্য-যাচাই করে।