২০১৯ সালে বিজনৌরে মাদ্রাসায় অস্ত্র মেলার ছবি সাম্প্রতিক ঘটনা বলে ছড়াল
বিজনৌর পুলিশ ১১ জুলাই ২০১৯ শেরকোটে মাদ্রাসা থেকে অস্ত্র পাওয়ার ছবি টুইট করে। অন্য আরেকটি ছবি জুড়ে ভুয়ো দাবি করা হচ্ছে।
Claim
২০১৯ সালের জুলাই মাসে বিজনৌরের এক মাদ্রাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ সাম্প্রতিক ঘটনা বলে ছড়ানো হচ্ছে। ছবিটি ঘটনা। তিনটে ছবির একটি কোলাজ ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "উত্তরপ্রদেশের বিজনরে একটি মাদ্রাসায় প্রচুর পরিমাণে অস্ত্র পাওয়া যায়। একটি এমএমজি মেশিনগান ও রয়েছে। ১ মিনিটে আটশো গুলি বের হয়। ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রস্তুতি খুবই উদ্বেগজনক।"
Fact
উত্তপ্রদেশের বিজনৌর জেলা পুলিশ ১১ জুলাই ২০১৯ বিস্তারিত ভাবে টুইট করে জানায় শেরকোট থেকে চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের কাছ থেকে (১ টি পিস্তল, ৪ টি বন্দুক ও কিছু কার্তুজ) পাওয়া গেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুয়ায়ী উত্তরপ্রদেশের শেরকোটের খান্ডালা রোডের একটি মাদ্রাসায় হানা দিয়ে পুলিশ এই সব বেআইনী অস্ত্র উদ্ধার করে। সোফায় সাজানো বন্দুকের ছবিটি টাম্বলার সাইটে ২০১৯ সালের ৩ মার্চ পোস্ট করা হয়েছিল। এই একই ছবিগুলি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গের মাদ্রাসা থেকে অস্ত্র উদ্ধার ভুয়ো দাবি সহ শেয়ার করা হয়েছিল; বুম সে সময় উত্তরপ্রদেশের বিজনৌরের মাদ্রাসা থেকে অস্ত্র উদ্ধারের আসল ছবি ও সম্পর্কহীন ছবির তথ্য-যাচাই করেছিল।