কাফন পরে সিএএ বিরোধী প্রতিবাদের ছবি জিইয়ে উঠল দিল্লি দাঙ্গার মরদেহ বলে
বুম দেখে ছবিটি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ঔরঙ্গাবাদে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে কাফন পরে নাগরিক প্রতিবাদ।
Claim
২০২০ সালে ঔরঙ্গাবাদে কাফন পরে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) রিরোধী প্রতিবাদের দুটি ছবিকে মিথ্যে দাবি সহ দিল্লির সাম্প্রদায়িক হিংসায় মৃতদের মরদেহ বলে দাবি করা হচ্ছে। পোস্টটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, “কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। হে মালিক দিল্লির মসজিদে যেসব হিন্দুরা আগুন দিয়ে পুড়িয়ে আমার ভাইদের শহীদ করেছে, তুমি শহীদি ভাইদের রক্তের বিনিময়ে ভারতের শাসন ক্ষমতা মুসলমানদের হাতে কবুল করে মোদী সরকারকে ফেরাউনের মতো পতন ঘটিয়ে দাও। আমিন সুম্মা আমিন।”
Fact
বুম রিভার্স সার্চ করে দেখে ছবিটি ২৪ ফেব্রুয়ারি, ২০২০ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে কাফন পরে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) ও ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স (এনআরসি) এর বিরুদ্ধে হওয়া প্রতিবাদ। স্থানীয় একটি ওয়েবসাইটে প্রতিবাদীদের একটি ছবি সহ প্রতিবেদন প্রকাশিত হয়। ২৪ ফেব্রুয়ারি ২০২০ ইউটিউবে একটি ভিডিও আপলোড করা হয়। ওই ভিডিওতেও কাফন পরা অবস্থায় প্রতিবাদের সময় দেখা যায় একই ব্যক্তিদের। বুম এই ছবি একই ভুয়ো দাবি সহ ভাইরাল হলে ২০২০ সালের মার্চ মাসে প্রথম তথ্য-যাচাই করে।