২৬/১১ জঙ্গী হানায় নিহত তুকারাম ওম্বলে বলে সিনেমার দৃশ্য ভাইরাল
বুম দেখে ছবিটি অভিনেতা সুনীল যাদবের, দ্য অ্যাটাকস অফ ২৬/১১ মুভিতে তিনি জঙ্গী হানায় মৃত পুলিশ তুকারাম ওম্বলের অভিনয় করেন।
Claim
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের তাজ হোটেলে জঙ্গি হানায় নিহত পুলিশ কর্মী তুকারাম ওম্বলে-এর ছবি—এই মিথ্যে দাবি সহ একটি সিনেমার দৃশ্যের ছবি ফেসবুকে শেয়ার করা হচ্ছে। ফেসবুক পোস্টে দুটি ছবির কোলাজ সহ একটি গ্রাফিক পোস্ট শেয়ার করা হচ্ছে। যার একটিতে পুলিশের পোশাকে রয়েছেন হাস্যমুখের এক ব্যক্তি। অন্য ছবিটিতে বুকে রক্ত মাখামাখি অবস্থায় শুয়ে রয়েছেন রয়েছেন আরেক উর্দিধারী। গ্রাফিক পোস্টে লেখা হয়েছে, ‘‘উনি তুকারাম অম্বলে, বাস্তবের সুপার হিরো। ইনি সারা শরীরে ২৬ টি গুলি খেয়েও আজমল কাসবকে পালাতে দেননি। উনার বীরত্ব আর ত্যাগকে হাজার সেলাম।” পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘২৬/১১ মুম্বাই হামলার সুপার হিরো।’’ বৃহঃস্পতিবার ২৬/১১ মুম্বই হামলার ১২ তম বর্ষপূর্তির প্রেক্ষিতে ছবিটিতে শেয়ার করা হচ্ছে।
FactCheck
বুম যাচাই করে দেখে হাস্যমুখের পুলিশ কর্মীর ছবিটি ২৬/১১ মুম্বই জঙ্গি হামলায় নিহত তুকারাম ওম্বলের হলেও রক্তাক্ত পুলিশের ছবিটি তুকারাম ওম্বলের নয়। বুম দেখে রক্তাক্ত উর্দিধারীর ছবিটি মুম্বই জঙ্গি হামলার কাহিনী নির্ভর ২০১৩ সালের চলচ্চিত্র “দ্য অ্যাটাকস অফ টোয়েন্টি সিক্স ইলেভেন” থেকে নেওয়া। ওই সিনেমায় ছিনতাই-করা গাড়িতে পালিয়ে যাওয়ার সময় কাসভকে ধরতে গিয়ে গুলিতে ঝাঁঝরা হওয়ার অব্যবহিত পরে পুলিশকর্মীর মৃত্যুর কোলে ঢলে পড়ার দশ্য এটি। অভিনেতা সুনীল যাদব সিনেমাটিতে জঙ্গি হানায় নিহত পুলিশকর্মী তুকারাম ওম্বলের ভূমিকায় অভিনয় করেন। ছবিটির ওই দৃশ্যটি ইউটিউবে দেখতে পারেন এখানে। হাস্যমুখে থাকা তুকারাম ওম্বলের আসল ছবিটি দেখা যাবে ওই কুখ্যাত জঙ্গি হানার স্মরণে ২০১৬ সালের ৩ নভেম্বর প্রকাশিত ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে।