ওড়িশায় সাইক্লোন ইয়াসের প্রভাব দাবি করে মেক্সিকোর পুরনো ভিডিও জিইয়ে উঠল
বুম দেখে ভিডিওটি মেক্সিকোর নায়ারিট-এ তোলা হয়, সে সময় হারিকেন হ্যান্না আছড়ে পড়লে দেশটিতে বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়।
Claim
বন্যার জলে গবাদি পশু ভেসে যাচ্ছে এরকম দৃশ্যের একটি মেক্সিকোর পুরনো ভিডিওকে বলা হল ওড়িশায় সাইক্লোন ইয়াসের দৃশ্য। ফেসবুকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, “ভারতের উড়িষ্যা উপকূলে ইয়াসের তান্ডবে হাজার হাজার ঘর বাড়ি গরু ছাগল মিনিটে তলিয়ে যাচ্ছে গেলো!’’ (বানান অপরিবর্তিত)
FactCheck
বুম ভিডিওটির কয়েকটি মূল ফ্রেম রিভার্স সার্চ করে ২৮ জুলাই ২০২০ মেক্সিকোর গণমাধ্যম'লা জরনাডা'য় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়। ওই প্রতিবদনে ব্যবহার হয় এই ভাইরাল ক্লিপটির। প্রতিবেদনটির শিরোনামে হল, "হ্যান্না বয়ে যাওয়ায় হাজারও ক্ষতিগ্রস্ত; ৫ জন মৃত"। হারিকেন হ্যান্না ২৬ জুলাই ২০২০ মেক্সিকোর ওপর আছড়ে পড়ে। তার ফলে, ব্যাপক বন্যা হয় সেখানে। আর সেই সঙ্গে প্রাণহানি হয় মানুষ ও গবাদি পশুর। মেক্সিকোর নায়ারিট-এ ভিডিওটি সে সময় তোলা হয়। ২০২০ সালের অগস্ট মাসে কেরলে বন্যার দৃশ্য বলে ভিডিওটি ভাইরাল হলে বুম সে সময় দৃশ্যটির তথ্য-যাচাই করে।