কৃষি আইন প্রত্যাহার: পুলিশকে লাঠি উঁচিয়ে মহিলা, পুরনো ছবি ফের জিইয়ে উঠল
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি ২০১৬ সাল থেকে অনলাইনে রয়েছে, ২০২০ সালে শুরু হওয়া কৃষি আন্দোলনের সঙ্গে সম্পর্কিত নয়।
Claim
লাঠি উঁচিয়ে নিরাপত্তা কর্মীদের দিকে ধেয়ে গিয়ে প্রতিরোধ গড়ে তোলা এক মহিলার ছবি সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে। ছবিটি কৃষি আন্দোলনের সঙ্গে সম্পর্কিত বলে শেয়ার করা হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পর, যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশু ভট্টাচার্য ছবিটি নিজস্ব ফেসবুকে প্রোফাইল থেকে শেয়ার করে ক্যাপশন লিখেছেন, ‘জয় কিষাণ’।
FactCheck
বুম রিভার্স সার্চ করে দেখে ২০১৬ সালে হায়দরাবাদ ফানি ক্লাব নামের এক ফেসবুক পেজে ক্যাপশন ছাড়া ওই ছবিটি পোস্ট করা হয়। ছবিটি ২০১৮ সালের ৬ অক্টোবর শেয়ার করে কেরল স্টুডেন্টস ইউনিয়ন নামে একটি ফেসবুক পেজ। তারা পোস্টটির সঙ্গে মালায়লম ভাষায় একটি ক্যাপশন দেয় যার অনুবাদ হল, "একটা গুলিতে সব শেষ হয়ে যেতে পারে ...তবু প্রতিবাদ... বীরাঙ্গনা নারী।" বুমের নিশ্চিত হয়েছে ২০২০ সালে শুরু হওয়া তিনটি কৃষি বিল প্রত্যাহারের দাবিতে চলা কৃষক আন্দোলনের সঙ্গে ছবিটি সম্পর্কিত নয়, তবে বুমের পক্ষে স্বাধীনভাবে এই ছবির উৎস যাচাই করা সম্ভব হয়নি।