শাহরুখ খানের পাকিস্তানকে অর্থ দান করা নিয়ে তথ্য যাচাইয়ের সম্পাদিত ভিডিও আবার জিইয়ে উঠলো
কাটছাঁট করা তথ্য-যাচাইয়ের একটি ভিডিও জিইয়ে তুলে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে যে, শাহরুখ খান ৪৫ কোটি টাকা পাকিস্তানকে সাহায্য করেছেন।
Claim
‘‘কিং খান (শাহরুখ খান) পাকিস্তান কা বেটা। ৪৫ কোটি টাকা সাহায্য পাকিস্তানকে। আর করোনায় ভারতের জনগণের জন্য জিরো। যান নতুন সিনেমা দেখবেন না আর’’
FactCheck
ফেসবুক পোস্টে ভাইরাল হওয়া একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে অভিনেতা শাহরুখ খান করোনাভাইারাস মোকাবিলায় ৪৫ কেটি টাকা সাহায্য করেছে পাকিস্তানকে। ভিডিওটি আসলে ইন্ডিয়া টিভিতে ২০১৭ সালের ৪ জুলাই সম্প্রচারিত তথ্য যাচাই অনুষ্ঠান ‘‘আজ কি ভাইরাল’ এর অংশ। ভিডিওটিতে ২০১৭ সালে পাকিস্তানে ট্যাঙ্কার ব্লাস্টে দুঃস্থ এক পরিবারকে শাহরুখের ৪৫ কোটি সাহায্যের ভুয়ো খবরের তথ্য-যাচাই ছিল। সম্পাদিত ভিডিওটি শুধুমাত্র উপস্থাপকের ভুয়ো দাবিটি বর্ণনা করার অংশটি দেখায়। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর আরও একবার ভিডিওটি ভাইরাল হয়েছিল। বুম সেসময় ইন্ডিয়া টিভির এডিটর-ইন-চিফ রজত শর্মার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান ভিডিওটি—‘‘ভিত্তিহীন, শাহরুখ খান কখনোই পাকিস্তানকে সমর্থন করেননি।’’