ফাস্ট চেক
ফুলবাগান মেট্রো স্টেশনে বাংলা সাইনবোর্ড নেই ভুয়ো দাবিতে ছবি জিইয়ে উঠল
বুম দেখে ফুলবাগান মেট্রো স্টেশনের উপরে বাংলা ভাষায় নামের ফলক রয়েছে। ছবিটির উপরের অংশ ছাঁটাই করায় লেখাটি দৃশ্যমান নয়।
Claim
কলকাতার ফুলবাগান মেট্রো স্টেশনের গেটের বাইরে থেকে তোলা একটি ছাঁটাই করা ছবি সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে। ছবিটি শেয়ার করে ফেসবুক পোস্টের ক্যাপশন লেখা রয়েছে, “নিউইয়র্ক মেট্রোয় বাংলা থাকে কলকাতা মেট্রোয় থাকেনা! ভারতের স্বাধীনতায় হাজার হাজার বাঙালির বলিদানের এই হলো পুরস্কার।"
FactCheck
বুম যাচাই করে দেখে, ফুলবাগান মেট্রো স্টেশনে সবার উপরে বাংলা ভাষায় নামের ফলক রয়েছে। স্বচ্ছ দৃশ্যমানতার জন্য নামের ফলকটি দিনের আলোয় দৃশ্যমান নয়। গতবছর ৪ অক্টোবর ২০২০ কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোর ভূগর্ভস্থ ফুলবাগান মেট্রো স্টেশন চালু হয়। ওই সময় ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হলে ফুলবাগান মেট্রো স্টেশনের গেটের ছবি একই বিভ্রান্তিকর দাবি সহ ভাইরাল হয়েছিল। বুম তখন এই ভুয়ো দাবিটির তথ্য-যাচাই করেছিল।
Claim : কলকাতার ফুলবাগান মেট্রো স্টেশনে বাংলা ভাষায় নামের ফলক নেই
Claimed By : Facebook Post
Fact Check : False