সম্পাদিত ভিডিওর ভুয়ো দাবি নরেন্দ্র মোদী বলেছেন তিনি শৈশবে চুরি করতেন
বুম দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসল ভিডিওটিতে তাঁর নিজের সম্পর্কে নয়, এক ডাকাতের ছেলেবেলা প্রসঙ্গে ওই গল্প শোনান।
Claim
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের সম্পাদিত ও কাটছাঁট করা ভিডিও শেয়ার করে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে তিনি নিজেই স্বীকার করেছেন তিনি ছোটবেলায় চুরি করতেন। ফেসবুক পোস্ট ভাইরাল হওয়া ক্লিপটিতে প্রধানমন্ত্রী মোদীকে জনসভায় হিন্দিতে বক্তব্য রাখতে শোনা যায় যার বাংলা অর্থ, “আমি যখন ছোটখাটো জিনিস চুরি করতাম, তখনই যদি আমার মা আমায় থামাতেন, তা হলে আজ আমি এত বড় ডাকাত হতাম না।”
FactCheck
বুম দেখে ভাইরাল ভিডিওটি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ২০২১ সালের ১০ এপ্রিল শিলিগুড়িতে এক জনসভায় দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণের ছাঁটাই অংশ। মূল ভাষণের ভিডিওটিতে ৩৯ মিনিট ৪০ সেকেন্ড সময়ে মোদীকে এক ডাকাতের গল্প বলতে শোনা যায়, যে তার মায়ের নাক কেটে নিয়েছিল। কারণ, সে ছোটবেলায় যখন চুরি করত, তখন তার মা তাকে থামাননি, এবং তার মতে, সেই কারণেই সে বড় হয়ে অনেক বড় অপরাধে জড়িয়ে পড়ে। একই ভিডিও বিভ্রান্তিকর দাবি সহ ভাইরাল হলে বুম ২০২১ সালের জুন মাসে প্রথম তথ্য-যাচাই করে।