প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাথা নোয়ালেন আদানি সহধর্মিনী প্রীতি আদানির কাছে?
বুম দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছেন সমাজসেবী এবং রাষ্ট্রপতি ভবনের এক আলোকচিত্রীর সহধর্মিনী দীপিকা মণ্ডল।
Claim
সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক মহিলার শুভেচ্ছা বিনিময় ও গৌতম আদানির সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সৌজন্য বিনিময়ের দুটি ছবি ভুয়ো দাবি সহ ছড়ানো হচ্ছে। প্রথম ছবিটি সম্পর্কে ভুয়ো দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাথা নত করে সৌজন্য বিনিময় করছেন গৌতম আদানির সহধর্মিনী প্রীতি আদানির সঙ্গে। ছবিটি বুধবার রাজ্যে অনুষ্ঠিত বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রেক্ষিতে ছড়ানো হচ্ছে। কবি শ্রীজাতের লেখা ‘তফাত’ কবিতার স্তবক শেয়ার করে ফেসবুক পোস্টে ক্যাপশন হিসাবে লেখা হয়েছে, “মানুষ থেকেই মানুষ আসে। বিশুদ্ধতার ভীড় বাড়ায়। আমরা মানুষ, তোমরা মানুষ। তফাত শুধু শিরদাঁড়ায়।”
FactCheck
শিল্পপতি গৌতম আদানির সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটি সত্যি হলেও অন্য ছবিটি গৌতম আদানির সহধর্মিনী প্রীতি আদানি নন। গৌতম আদানির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটি ২১ এপ্রিল ২০২২ বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। বুম যাচাই করে দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়কারী মহিলা হলেন সমাজসেবিকা দীপিকা মণ্ডল। দীপিকা মণ্ডলের স্বামী সমর মণ্ডল রাষ্ট্রপতি ভবনের একজন আলোকচিত্রী। বুমকে সমর মণ্ডল জানান তিনি ২০১৮ সালে ছবিটি তুলেছিলেন। রাষ্ট্রপতিভবনের এক অনুষ্ঠানে সস্ত্রীক অংশ নেন সে সময়। ছবিটির রিভার্স সার্চ করলে ১২ এপ্রিল ২০১৮ ‘অমর উজালা’ প্রকাশিত একটি খবর আমাদের নজরে আসে। তাতে ওই মহিলাকে দীপিকা মণ্ডল বলে শনাক্ত করা হয়। তিনি 'দিব্যজ্যোতি কালচার অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি' নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করেন। ছবিটি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে শিল্পপতি গৌতম আদানির স্ত্রী প্রীতি আদানি হিসেবে ভাইরাল হয়েছিল, বুম সে সময় ছবিটির তথ্য-যাচাই করে।