ফাস্ট চেক
মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো ভুয়ো উদ্ধৃতি ফের ভাইরাল
বুম দেখে ২০ এপ্রিল ২০১৯ বর্তমান সংবাদপত্রে প্রকাশিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "৪২ টা আসন দিন, দিল্লি কীভাবে কাঁপাতে হয় দেখিয়ে দেব " কে বিকৃত করে শেয়ার করা হয়েছে।
Claim
সোশাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ বর্তমান পত্রিকার একটি ক্লিপিং শেয়ার করা হয়েছে, যার শিরোনামে লেখা, "৪২ টা আসন দিন হিন্দু কীভাবে কাঁদা তে হয় দেখিয়ে দেব: মমতা।" পোষ্টটিতে আরও লেখা হয়েছে, "সব হিন্দুদের এই সংবাদ টা দেখান যদি সামান্য হুস্ হয়।"
Fact
২০ এপ্রিল ২০১৯, বর্তমান সংবাদপত্রের একটি প্রতিবেদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে শিরোনাম হিসেবে লেখা হয়। এতে লেখা ছিল, "৪২ টি আসন দিন, দিল্লি কীভাবে কাঁপাতে হয় দেখিয়ে দেব।" তিনি এই মন্তব্যটি বহরমপুর স্টেডিয়ামে দলীয় প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে যে জনসভার আয়োজন করা হয় সেখানে বলেন। এই পোস্টটি ২০১৯ সালেও একই দাবি নিয়ে ভাইরাল হয়। বুম এই ব্যাপারে ভুয়ো খবর ২০১৯ সালের এপ্রিল মাসে খণ্ডন করে।
Claim : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে বলেছেন ৪২টি আসন দিন, হিন্দু কীভাবে কাঁদাতে হয় দেখিয়ে দেব
Claimed By : Facebook Posts
Fact Check : False