সাম্প্রদায়িক দাবিতে জিইয়ে উঠল নরেন্দ্র মোদী ও আমিত শাহের সম্পাদিত ছবি
বুম দেখে মূল ছবিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেউই মাথায় ইসলামিক টুপি পরে ছিলেন না।
Claim
সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফটোশপ করা ছবি বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে। ভাইরাল হওয়া ওই ছবিটিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ইসলামিক টুপি পরে থাকতে দেখা যায়। ফেসবুকে ছবিটি শেয়ার করে দাবি করা হয়েছে, ভোটের সময় তাঁরা এই বেশ ধরেন। ফেসবুক পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, “ভোটের সাজ।” ২০২১ সালে আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই ছবিটিকে জিইয়ে তোলা হয়েছে।
Fact
বুম রিভার্স ইমেজ সার্চ করে আসল ছবিটিকে খুঁজে পায়। দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবিটি ইসলামিক টুপি যোগ করে সম্পাদনা করা হয়েছে। ছবিটি তোলা হয়েছিল নয়া দিল্লিতে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রাক্তন কর্পোরেট বিষয়ক মন্ত্রী অরুন জেটলির বাড়িতে তাঁর মৃত্যুর পর পরিজনদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ছবিটি ২০১৯ সালের ২৭ অগস্ট নিউজ ১৮-এর রিপোর্টে প্রকাশিত হয়েছিল। বুম এই ছবিটিকে এবছরের জুলাই মাসে খণ্ডন করেছে। সে সময় ওই ভুয়ো ছবি ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তোলা হয়।