West Bengal ভোটের আগে ছড়াল Asaduddin Owasi-Smriti Irani-র ২০১৬'র ছবি
বুম দেখে সম্প্রতি ভাইরাল আসাদুদ্দিন ওয়েইসি ও স্মৃতি ইরানির ছবিটি ২০১৬ সালের অগস্টে বস্ত্র বয়ন শিল্পের এক বৈঠকে তোলা।
Claim
২০১৬ সালে বস্ত্রবয়ন শিল্প সংক্রান্ত এক বৈঠকের সময় এআইএমআই প্রধান আসাদুদ্দিন ওয়েইসি ও বস্ত্রবয়ন মন্ত্রী স্মৃতি ইরানির ছবি বিভ্রান্তিকর দাবি সহ সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এআইএমআই এরাজ্যে ভোট লড়তে চাই। সেই প্রেক্ষিতেই ছবিটিকে রাজনৈতিক রং দিয়ে শেয়ার করা হচ্ছে। ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, “কিছু ছবি পরিস্কার বুঝিয়ে দেয় আসল উদ্দ্যেশ্য।”
FactCheck
বুম যাচাই করে দেখে ছবিটি ২০১৬ সালের অগস্ট মাসে বস্ত্রবয়ন শিল্প সংক্রান্ত এক বৈঠকের সময় তোলা। ওই বৈঠকে অংশগ্রহণের ব্যাপারে প্রকাশ্যে টুইট করেন এআইএমআই প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বস্ত্রবয়ন মন্ত্রক আয়োজিত সেবছরের ২২ অগস্টের ওই বৈঠকে অংশ নেওয়ার সময় আসাদুদ্দিন ওয়েইসি ও বস্ত্রবয়ন মন্ত্রী স্মৃতি ইরানি একই রঙের পোষাক পরেছিলেন। ছবিটি ২০২০ সালের নভেম্বর মাসে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল বেরনো ও তার পর পর হায়দরাবাদ কর্পোরেশনের নির্বাচনের প্রাক্কালে বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হয়েছিল। বুম সে সময় ছবিটির তথ্য যাচাই করে।