ইসকনের ভক্তদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার ভুয়ো আর্জি ফের ভাইরাল
২০১৯ সালের একটি প্রেস বিজ্ঞপ্তিতে ইসকন জানিয়েছিল তারা প্রতিবেদনে উল্লিখিত ভিডিওটি তৈরির সঙ্গে যুক্ত নয়।
Claim
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি প্রতিবেদনের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে ইসকনের তরফ থেকে ভক্তদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোট দেওয়ার জন্য বলা হয়েছে একটি ভিডিও বার্তার মাধ্যমে। ভাইরাল পোস্টে একটি প্রতিবেদন দেখা যাচ্ছে যার শিরোনামে লেখা, "মমতাকেই ভোট দিন, ভিডিও বার্তায় ভক্তদের বললো ইসকন"। এক ব্যবহারকারী পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "ভোট ভোট সব ভোট তৃণমূলের সব ভোট......."। পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
FactCheck
বুম দাবিটির সত্যতা যাচাই করতে ভাইরাল পোস্টের প্রতিবেদনের শিরোনাম দিয়ে কিওয়ার্ড সার্চ করে। আমরা বর্তমান পত্রিকায় ৪ এপ্রিল ২০১৯ তারিখে প্রকাশিত একই শিরোনাম ও ছবি সহ একটি প্রতিবেদন দেখতে পাই। এর থেকে আমরা নিশ্চিত হই ভাইরাল পোস্টে এই প্রতিবেদনেরই ছবি ব্যবহার করা হয়েছে। এরপর, আমরা প্রতিবেদনে উল্লিখিত ভিডিওটি কিওয়ার্ড সার্চ করে ইউটিউবে পাই। আমরা দেখি ভিডিওটি ৩০ মার্চ, ২০১৯ তারিখে সংবাদ প্রতিদিনের তরফ থেকে আপলোড করা হয়েছিল। ওই ভিডিওটিতে গৌড়ীয় বৈষ্ণবধারার প্রবক্তা শ্রীল ভক্তি বিনোদা ঠাকুরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দেওয়ার কথা বলতে শোনা যায়। তবে, ৩০ মার্চ, ২০১৯ তারিখেই ইসকনের জাতীয় জনসংযোগ ডিরেক্টর যুধিষ্ঠির দাস জানান, “মিডিয়া রিপোর্টগুলি বিভ্রান্তিকর। এবং আমরা দ্বর্থহীনভাবে জানাতে চাই যে, ওই ভিডিও তৈরি/প্রচারের সঙ্গে ইসকন কোনও ভাবেই যুক্ত নয়।" ২০১৯ সালে এই একই দাবি ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করে। সে সময় বুম যুধিষ্ঠির দাসের সঙ্গে এবিষয়ে যোগাযোগ করলে তিনি বলেন, "আমি প্রথমে ‘ইন্ডিয়া টুডে’তে একটা রিপোর্ট দেখি। তাতে, এক ভিডিওর কথা উল্লেখ করে, একটি বিশেষ পার্টির প্রতি আমাদের আনুগত্যের কথা বলা হয়। তাদের কলকাতার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে আমি নিশ্চিত হই যে, সেটি আমাদের তৈরি ভিডিও নয়। কারা সেটি তৈরি করেছে সে বিষয়েও আমার কোনও ধারণা নেই। তবে, আমরা ইতিমধ্যেই ওই ভিডিও নির্মাতাদের খুঁজে বার করার জন্য বার্তা ছড়িয়ে দিয়েছি।”