বাংলাদেশের বন্যা দাবিতে ছড়াল মেক্সিকোয় গরু ভেসে যাওয়ার পুরনো ভিডিও
বুম দেখে ভাইরাল এই ভিডিওতে আসলে হারিকেন হ্যান্নার কবলে মেক্সিকোর নায়ারিট রাজ্যের জাকুয়ালপান শহরের দৃশ্য দেখতে পাওয়া যায়।
Claim
বন্যার জলে গবাদি পশু (cattle) ভেসে যাওয়ার একটি পুরনো ভিডিও সম্প্রতি বাংলাদেশের বন্যার (Bangladesh flood) দৃশ্য দাবিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে কাদা জলের তোড়ে বহু গবাদি পশুকে ভেসে যেতে দেখা যায় এবং কিছু মানুষকে পশুগুলির জন্য বাংলা ভাষায় দুঃখ প্রকাশ করতে শোনা যায়। ওই ভিডিওর এক অংশে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, "দড়ি দে, দড়ি দে।" বাংলাদেশের ঘটনা দাবিতে ভিডিওটি পোস্ট করে একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন, "বন্যায় গরু বেসে বেসে চলে যাচ্ছে দ্রুত শেয়ার করে দিন।" পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ এখানে। একই ভিডিও পোস্ট করে আরও একজন ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, "ফেনীর বর্তমান অবস্থা বন্যায় বেসে যাচ্ছে হাজার হাজার গরু। হে আল্লাহ রহম কর এই অবুঝ পশুগুলোকে।" পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ এখানে।
FactCheck
একই ভিডিও ২০২০ সালের আগস্ট মাসে কেরলের ঘটনা দাবি করে ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করে। সেসময় আমরা দেখি ভিডিওটিতে হারিকেন হ্যান্নার কারণে ভারি বর্ষণের ফলে মেক্সিকোর জাকুয়ালপান শহরে নদীতে প্রবল জলোচ্ছ্বাসে বাড়ি ঘর ও গবাদি পশু ভেসে যাওয়ার দৃশ্য দেখতে পাওয়া যায়। আমরা ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে মেক্সিকোর খবরের কাগজ 'লা জরনাডা'য় ২৮ জুলাই ২০২০-তে প্রকাশিত একটি প্রতিবেদনে ভাইরাল ভিডিওটি দেখতে পাই। প্রতিবেদনটির শিরোনামে লেখা হয়, "হ্যান্না বয়ে যাওয়ায় হাজারও ক্ষতিগ্রস্ত; ৫ জন মৃত"। আমরা দেখি ভাইরাল ভিডিওটির একটি দীর্ঘতর সংস্করণ ইউটিউবে ২০২০ সালে ২৮ জুলাই আপলোড করা হয়েছে। ১:৩৯ মিনিটের ওই ভিডিওর মেক্সিকান ক্যাপশন অনুযায়ী, "লাস ভারাস, কমপোসতেলা, নায়ারিটে কনচাল নদী গবাদি পশু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। হ্যান্নার জন্য ভারি বর্ষণে নদীনালা উপচে পড়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে" (অনূদিত)। এছাড়াও, আমরা লক্ষ্য করি আসল ভিডিওতে বাংলায় বন্যায় ভেসে যাওয়া প্রাণীদের জন্য কাউকে দুঃখ প্রকাশ করতে শোনা যায় না।