মধ্যপ্রদেশে বিজেপি নেতাকে জুতোর মালা দেওয়ার পুরনো দৃশ্য জিইয়ে উঠল
বুম দেখে ভিডিওটি মধ্যপ্রদেশের ধারের, ২০১৮ সালে পুরসভা ভোটের আগে এক বিজেপি প্রার্থী প্রচার করার সময় ঘটনাটি ঘটে।
Claim
ভোটের প্রচারের সময়ে এক বিজেপি প্রার্থীকে গলায় জুতোর মালা দিয়ে স্বাগত জানানো হচ্ছে- ২০১৮ এর মধ্যপ্রদেশের এই ক্লিপটি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে ফেসবুকে জিইয়ে উঠেছে বিভ্রান্তিকর দাবি নিয়ে। আগামী ২৭ মার্চ থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে আট দফার বিধানসভা নির্বাচন, যা নিয়ে রাজনৈতিক প্রচার চলছে জোরকদমে। এরই প্রেক্ষিতে ২৪ সেকেন্ডের ক্লিপটি ফেসবুকে জিইয়ে তুলে ক্যাপশনে লেখা হয়েছে, “গরুর দল পাড়ায় ভোট চাইতে এলে এভাবেই আপ্যায়ন করুন।”
FactCheck
বুম যাচাই করে দেখে এই ভিডিওটি মধ্যপ্রদেশের এবং ভিডিওতে বিজেপি প্রার্থী দীনেশ শর্মাকে দেখা যাচ্ছে। ঘটনাটি ঘটে ২০১৮ সালে যখন তিনি ধারের পুরসভা নির্বাচনের জন্য প্রচার করছিলেন। ২০১৮ সালে মধ্যপ্রদেশের ধার জেলার ধানমড় এলাকার বিজেপি প্রার্থী ছিলেন দীনেশ শর্মা। বুম খোঁজ করে ২০১৮ সালের জানুয়ারিতে এই ঘটনাটি নিয়ে এনডিটিভি এবং এএনআই এর প্রতিবেদন দেখতে পায়। এএনআই ৭ জানুয়ারি এই ভিডিওটি ইউটিউবে আপলোড করে। যার শিরোনামে লেখা ছিল, “দেখুন: স্থানীয় বাসিন্দারা বিজেপি প্রার্থীকে জুতোর মালা উপহার দিলেন-মধ্যপ্রদেশ নিউজ'। স্থানীয় এলাকায় জলের তীব্র সংকটের জন্য পরশুরাম নামের ওই বয়স্ক ব্যাক্তি দীনেশ শর্মার গলায় জুতোর মালা পরান বলে এএনআই উল্লেখ করেছে। বুম ২০২০ বিহার বিধানসভা নির্বাচনের আগেও এই ভিডিওটির তথ্য যাচাই করেছিল।