ভুয়ো দাবি: ন্যাকেম গেটওয়েচের কৃষ্ণবর্ণের জন্য গিনেস বুকে নাম উঠেছে
২০২০ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড টুইট করে জানায় গায়ের রঙের জন্য তাদের কোন প্রতিযোগিতার বিভাগ নেই।
Claim
দক্ষিণ সুদানের মডেল ন্যাকেম গেটওয়েচের ছবিসহ একটি পোস্ট সোশাল মিডিয়ায় শেয়ার করে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে যে তিনি তাঁর কৃষ্ণবর্ণের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রবেশ করেছেন। ফেসবুকে পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "এটি কালো পাথর বা গ্রানাইটের শিল্পকর্ম নয়। তিনি সুদান মডেল নায়াকিম গাতওয়েচ। বিরল কালো সৌন্দর্য। তিনি পৃথিবীতে দেখা সবচেয়ে অন্ধকার ত্বকের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রবেশ করেছেন। তিনি "অন্ধকারের রানী" নামেও পরিচিত।"
FactCheck
বুম 'সুদানের মডেল ন্যাকেম' 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস' প্রভৃতি দিয়ে কীওয়ার্ড সার্চ করে দেখে ত্বকের রঙের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তালিকায় ন্যাকেম গেটওয়েচের নাম ওঠেনি। কেনিয়ার গণমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড কে ২০২০ সালের এপ্রিল মাসে গিনেস বুক অফ রেকর্ডস এর মুখপাত্র জেসিকা স্পিলানে ইমেইলের মাধ্যমে জানান, "গিনেস বুক অফ রেকর্ডস গায়ের রং এর জন্য কোন তালিকা রাখেনা।" গিনেস বুক অফ রেকর্ডস ২৪ এপ্রিল ২০২০ টুইট করেও বিষয়টি জানায়। ২০২০ সালের জুলাই মাসে এই একই দাবি সহ ন্যাকেম গেটওয়েচের ছবিটি ভাইরাল হলে বুম সেটির তথ্য যাচাই করেছিল।