ফাস্ট চেক
না, এটি মুসলিম বেশে বেলডাঙার কোনও আরএসএস কর্মীর ছবি নয়
বুম দেখে ছবিটি ভারতের নয়, ২০১৭ সালে কায়রোতে ধৃত এক অপহরণকারীর।
Claim
‘‘বেলডাঙায় মুসলিম সেজে অবরোধের নামে তান্ডব চালোনো RSS কর্মীকে গনধোলাই। সাব্বাস মুর্শিদাবাদ।’’
FactCheck
ভাইরাল ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে ছবিটি একজন আরএসএস কর্মীর, যিনি মুর্শিদাবাদের বেলডাঙায় মুসলিম সেজে অবরোধে সামিল হন। আসলে ছবিটি কায়রোতে বোরখা পরে মহিলার ভেক ধরা এক পুরুষ। দুবছর আগে জনবহুল জায়গায় বাচ্চা অপহরণ করার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। কায়রোর নর্থ ৯০ স্ট্রিটে, ফান সিটির ৮ নম্বর গেটের কাছে অবস্থিত একটি মলের মধ্যে তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় জনগণ। এই একই এমাসের শুরুতে ছবি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছদ্মবেশী ছাত্র বলে ভাইরাল হয়েছিল। বুম তখন ছবিটাকে খণ্ডন করে।
Claim : মুসলিম বেশে বেলডাঙ্গায় আরএসএস কর্মীর ছবি
Claimed By : Facebook Post
Fact Check : False