দিল্লির অক্ষরধাম মন্দিরের ছবি অযোধ্যার রামমন্দিরের বলে ফের ছড়াল
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি দিল্লিতে অবস্তিত অক্ষরধাম মন্দিরের, অযোধ্যার রামমন্দিরের নয়
Claim
দিল্লির অক্ষরধাম মন্দিরের (Akshardham Temple) একটি ছবিকে অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya's Ram Mandir) বলে সোশ্যাল মিডিয়ায় ছড়ান হয়। ২২ জানুয়ারী ২০২৪ তারিখে উত্তর প্রদেশের অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন হবে, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ক্রিকেট খেলোয়াড় বিরাট কোহলি, বাবা রামদেব, আরএসএসের প্রধান মোহন ভাগবত সহ অন্যান্যরা। রাম জন্মভূমি ট্রাস্টের তরফে থেকে জানা যায় এদিন ৭০০০-এর কাছাকাছি মানুষ উপস্থিত থাকবেন মন্দিরের প্রাঙ্গনে মন্দিরের উদ্বোধনের উপলক্ষে। এর মধ্যেই উঠে এলো একটি ভাইরাল পোস্ট যেখানে একটি মন্দিরের ছবি দেখা যায়। এই একই ধরণের বিভিন্ন পোস্ট দেখা যায় বিভিন্ন ফেসবুক পেজ এবং গরূপে যেগুলি অসংখ্য ব্যবহারকারীরা শেয়ার করেন। এমনই এক পোস্টে একটি মন্দিরের ছবি সহ ক্যাপশন হিসেবে লেখা,"আগামি ২২-ই জানুয়ারি ২০২৪ সালে,ভারতের অযোধ্যায় উদ্বোধন হতে যাচ্ছে পৃথিবী বিখ্যাত রাম মন্দির....!! জয় শ্রী রাম জয় শ্রী রাম #যদি বন্ধু হও বাড়াও হাত।"
FactCheck
বুম যাচাই করে দেখে এই ছবিটি আসলে দিল্লিতে অবস্থিত অক্ষরধাম মন্দিরের, অযোধ্যার রাম মন্দিরের নয়। বুম এর আগেও ২০২০ সালে এই একই ধরণের পোস্টের তথ্য যাচাই করে যখন এই ছবিটি ভাইরাল হয় রামমন্দিরের মডেল হিসেবে। আমরা এই ছবির একটি রিভার্স সার্চ করি এবং লক্ষ্য করি এই ছবিকে অক্ষরধাম মন্দির হিসেবে বর্ণনা দেওয়া হয় বিভিন্ন ওয়েবসাইটে। এরপর এই সংক্রান্ত একটি কিওয়ার্ড সার্চ করায় দেখা যায় ছবিটিকে গুগল ম্যাপে অক্ষরধাম মন্দির হিসেবেই উল্লেখ করা আছে। এরপর বুম অক্ষরধাম মন্দিরের ওয়েবসাইটে উপস্থিত মন্দিরপ্রাঙ্গনের ছবির সাথে ভাইরাল পোস্টের একটি তুলনা করে এবং দুটির মধ্যে মিল দেখা যায়।