মিথ্যে দাবিতে জিইয়ে উঠল কঙ্গনা রানাউত ও মার্ক ম্যানুয়েলের ছবি
বুম যাচাই করে দেখে ছবিটিতে কঙ্গনার সাথে কুখ্যাত সন্ত্রাসী আবু সালেম নয়, রয়েছেন চলচ্চিত্র সাংবাদিক মার্ক ম্যানুয়েল।
Claim
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সাথে ’৯৩ মুম্বই বিস্ফোরণে দোষী আবু সালেম— এই ভুয়ো দাবি সহ ফেসবুকে একটি ছবি জিইয়ে তোলা হয়েছে। ভাইরাল হওয়া ওই ছবিতে ইংরেজিতে লেখা রয়েছে, ‘আবু সালেমের সাথে কঙ্গনা রানাউত।’ নেটিজেনের ওই পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়েছে কঙ্গনার কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত টুইটের কথা। ভাটিন্ডা জেলার মহিন্দার কউরকে কঙ্গনা শাহিনবাগ আন্দোলনের মুখ ‘বিলকিস দাদি’ বলে ট্রোলের শিকার হন।
Fact
বুম যাচাই করে দেখে কঙ্গনা রানাউতের সঙ্গে থাকা ব্যক্তিটি ১৯৯৩ মুম্বাই বিস্ফোরণে সাজাপ্রাপ্ত কুখ্যাত সন্ত্রাসবাদী আবু সালেম নয়। ব্যক্তিটি হলেন চলচ্চিত্র সাংবাদিক মার্ক ম্যানুয়েল। ছবিটি ২০১৮ সালে প্রকাশ করা ম্যানুয়েলের লেখা হাফিংটন পোস্টের সম্পাদকীয় নিবন্ধতে ব্যবহৃত হয়েছে। ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর একই ছবি মার্ক ম্যানুয়েল তাঁর নিজস্ব ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছিলেন। ছবিটি মুম্বইয়ের খারে অবস্থিত দ্য কর্নার হাউস রেস্তোরাতে তোলা হয়েছিল বলে জানানো হয়েছে ওই ফেসবুক পোস্টে। ছবিটি একই ভুয়ো দাবি সহ এবছরের সেপ্টেম্বর মাসে ভাইরাল হলে বুম ছবিটির তথ্য যাচাই করে।