ফাস্ট চেক
কর্ণাটকের গুলবার্গা জামে মসজিদের ছবিকে বলা হল বাবরি মসজিদের পুরনো ছবি
বুম যাচাই করে দেখেছে এই ছবিটি চতুর্দশ শতকে দক্ষিন ভারতে নির্মিত গুলবার্গা জামে মসজিদের।
Claim
কর্ণাটকের গুলবার্গা জামে মসজিদের একটি ছবিকে সোশাল মিডিয়ায় বাবরি মসজিদের পুরনো ছবি বলে শেয়ার করা হচ্ছে। বুম যাচাই করে দেখেছে এই ছবিটি উত্তরপ্রদেশের অযোধ্যার (ফয়জাবাদ) বাবরি মসজিদের ছবি নয়। ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “বাবরি মসজিদের পুরো ছবিটা হয়তো অনেকেই দেখিনি।”
FactCheck
এই ছবিটি আসলে দক্ষিণ ভারতের কর্ণাটকের গুলবার্গা জামে মসজিদ। এই মসজিদটি চতুর্দশ শতকে নির্মাণ করা হয়েছিল। এই মসজিদের স্থাপত্যে বিদেশী প্রভাব অনুকরনীয়। ১৩৩৭ খ্রিস্টাব্দে এই মসজিদটি আলাউদ্দিন বহমান স্পেনের করডোবা মসজিদের আদলে নির্মাণ করেছিলেন। অ্যালামি’র সংগ্রহে থাকা এই মসজিদের একই রকম ছবি দেখা যাবে এখানে। বুম আগেও এই ছবিসহ কয়েকটি ছবির তথ্য যাচাই করেছিল।
Claim : ছবিটি অযোধ্যার বাবরি মসজিদের একটি পুরনো ছবি
Claimed By : Facebook Posts
Fact Check : False