ফাস্ট চেক
না, ভাইরাল ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসাধনের দৃশ্য নয়
বুম দেখে ভাইরাল ছবি ২০১৬ সালে মাদাম তুসো মিউজিয়ামের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোম ভাস্কর্য তৈরির জন্য জরিপ।
Claim
২০১৬ সালে মাদাম তুসো মিউজিয়ামের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোম ভাস্কর্য তৈরির জন্য জরিপের ছবি সোশাল মিডিয়ায় ব্যায়বহুল মেকাপের দৃশ্য বলা হচ্ছে। ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "যে দেশের পুরুষ প্রধানমন্ত্রী নতুন বৌয়ের মতো মেকআপ করার শৌখিন, সে দেশের বরবাদী নিশ্চিত"।
FactCheck
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেকাপের দৃশ্য নয়। ২০১৬ সালে মাদাম তুসো মিউজিয়ামের প্রতিনিধিরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক মোম ভাস্কর্য তৈরি জন্য তাঁর দৈহিক পরিমাপ করেন। ছবির মহিলা প্রসাধন শিল্পী নন, মাদাম তুসো মিউজিয়ামের ভাস্কর্য তৈরি করার দলের কর্মী। হুবহু একই ভিডিও দেখা যাবে মাদাম তুসো মিউজিয়ামের ইউটিউব চ্যানেলে। বুম একই ছবি ২০১৮ সাল থেকে একাধিকবার তথ্য-যাচাই করেছে।
Claim : ছবির দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসাধনী ব্যবহার করে সাজগোজ করছেন
Claimed By : Social Media Users
Fact Check : False