মহারাষ্ট্রে আত্মহত্যার পুরনো ছবিকে লকডাউনের সঙ্গে জোড়া হচ্ছে
বুম যাচাই করে দেখে ছবিটি ২০১৮ সালের জুন মাসের, মহারাষ্ট্রের ওয়ার্ধাতে এক ব্যক্তি, স্ত্রী ও তার কন্যার মর্মান্তিক আত্মহত্যার ঘটনা।
Claim
“প্রধানমন্ত্রীর লকডাউন ঘোষণা ভুলের জন্য পরিযায়ী শ্রমিক মৃত্যু হচ্ছে, প্রধানমন্ত্রী জবাব দাও? এই ছবিটা প্রমাণ করে প্রধানমন্ত্রী লকডাউন সফলে ব্যর্থ, কেন্দ্র বিজেপি সরকার হাটাও, পরিযায়ী শ্রমিক বাঁচাও”
Fact
ফেসবুক পোস্টে রাস্তার পাশে গাছের ডালে ঝুলন্ত এক মহিলা ও শিশু সহ ৩ জনের মর্মান্তিক লাশের ছবি শেয়ার করে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হঠকারী লকডাউন ঘোষণার ফলশ্রুতিতে সংকটের জেরে নাকি মৃত্যু হয়েছে এই শ্রমিক পরিবারের। বুম দেখে ছবিটি ২০১৮ সালের জুন মাসের। মহারাষ্ট্রের ওয়ার্ধাতে সপরিবারে আত্মহত্যা করে অনিল বানখেড়ে, তাঁর স্ত্রী স্বাতী ও কন্যা আস্থা। মৃত্যুর কারণ ঋনের বোঝা নাকি পারিবারিক বিবাদ সে নিয়ে তদন্ত করেছিল পুলিশ। ঘটনাটি নিয়ে নাগপুর টুডে প্রতিবেদন প্রকাশ করে। এই এপ্রিল মাসে গুজরাতের সুরাটে লকডাউনের কারণে শ্রমিক পরিবারের আত্মহত্যা বলে ভাইরাল হয়েছিল। বুম সে সময় ছবিটি নিয়ে ভাইরাল হওয়া ভুয়ো তথ্য খণ্ডন করে।