ওয়েব নাটিকার দৃশ্য যোগী আদিত্যনাথের ছবির সঙ্গে ভুয়ো দাবিতে জিইয়ে উঠল
বুম দেখে এই ভাইরাল ছবিগুলি একটি ওয়েব নাটিকা থেকে নেওয়া, ২০১৭ সাল থেকে এটি ইউটিউবে রয়েছে।
Claim
সোশাল মিডিয়ায় প্রাপ্তবয়স্ক ওয়েব নাটিকার ভিডিও বিভ্রান্তিকর ভাবে সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। গেরুয়া বসনে এক পুরুষ ও নারীর প্রাপ্তবয়স্ক ছবি শেয়ার করা হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথের ছবির সঙ্গে। ছবিটি শেয়ার করে উত্তরপ্রদেশের নারী নিরাপত্তার ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে। ফেসবুক পোস্টে ছবিটি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘গায়ে গেরুয়া পোষাক, মুখে রাম আর নারী, দেখলেই অন্তরে জাগে, কাম ছিঃ ছিঃ।’’
FactCheck
বুম যাচাই করে দেখে এটি কোনও বাস্তবিক ঘটনার ছবি নয়। ছবিকে রিভার্স সার্চ করে জানা যায় ইউটিউবে থাকা একটি নিম্নমানের ওয়েব নাটিকা "বাবাজী নে খোল দিয়া নাড়া" এর দৃশ্য। এই নাটকের বিষয়বস্ত হচ্ছে এক ভণ্ড ভেকধারী সাধু যে রগ সারিয়ে দেওয়ার ছলে মহিলাদেরকে যৌন হয়রানি করে। নাটকে শেষ পর্যন্ত একজন মহিলা এসে এই ভণ্ড বাবার কীর্তিকলাপ সব ফাঁস করে দেয়। এই ভিডিওটিকে বেশকয়েকজন ব্যবহারকারী আপলোড করেছেন নিজেদের ইউটিউব চ্যানেলে এবং ভিডিওটি ২০১৭ সাল থেকে ইউটিউবে রয়েছে। ভুয়ো দাবি সহ ছবিগুলি ২০২০ সালের অক্টোবর মাসে ভাইরাল হয়েছিল, বুম সে সময় ছবিটি যাচাই করে।