হাতি শুঁড়ে চাপিয়ে নিয়ে যাচ্ছে সিংহ শাবককে, ভাইরাল ছবিটি ফোটোশপ করা
বুম দেখে ১ এপ্রিল ২০১৮ এপ্রিল ফুলস্ ডে' উপলক্ষ্যে হাতি, সিংহী ও শাবকের মনগড়া ছবিটি ক্রুগার সাইটিংস থেকে টুইট করা হয়।
Claim
কড়া রোদ্দুরে একটি হাতির শুঁড়ে চাপানো এক সিংহ শাবক ও তার পাশে এক সঙ্গে একটি সিংহের রাস্তা পেরনোর ছবি সোশাল মিডিয়ায় ফের ভুয়ো দাবিতে জিইয়ে উঠলো। ফেসবুকের গ্রাফিক পোস্টে ছবিটি ব্যবহার করে লেখা হয়েছে, “শতাব্দীর সেরা ছবি ছবিটি তোলা হয়েছিল সাভানায়, একটি সিংহ শিশু যখন তপ্ত রৌদ্রের মধ্য দিয়ে আর চলতে পারছিল না তখন হাতিটিই সাহায্যে এগিয়ে গেল। শিশুটিকে উঁড়ে তুলে নিল আর পাশে চলল মা। এখন তো দেখছি পশুর মধ্যে মনুষত্ব বেশি। ছবিটি সর্বোচ্চ শেয়ারের আবেদন রইল।”
FactCheck
বুম এই ভাইরাল হওয়া সম্পাদিত ছবিটি ২০২১ সালের জুলাই মাসে তথ্য-যাচাই করেছিল, তখনও একই দাবিতে ছবিটি সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। বুম রিভার্স সার্চ করে দেখে ছবিটি প্রথমে ১ এপ্রিল ২০১৮ ‘ক্রুগার সাইটিংস’ টুইটার অ্যাকাউন্ট থেকে মনগড়া কাহিনী সহ টুইট করা হলে ছবিটি ব্যাপকভাবে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ক্রুগার সাইটিংস টুইটার অ্যকাউন্টটি চালান নাদাভ অ্যাসেনড্রাইভার। নাগাভ পরের দিন ২ এপ্রিল ২০১৮ টুইট করে জানান এই ছবি আসলে "এপ্রিল ফুল ডে"-এর কৌতুক। দক্ষিণ আফ্রিকার ক্রুগার জাতীয় পার্কে তোলা একক হাতির ছবিটি ২০০৫ সালের ২০ অগস্ট তোলা হয়, যা পাওয়া যাবে উইকিমিডিয়া কমন্সে। ২০১২ সালে তোলা সিংহীর ছবিটি রয়েছে লন্ডলজি নামের একটি ওয়াইল্ডলাইফ ব্লগিং ওয়েবসাইটে। আর সিংহ শাবকের ছবিটি অস্ট্রেলিয়ার ভেরিবি ওপেন রেঞ্জ চিড়িয়াখানাতে তোলা।