ফাস্ট চেক
ফের ভাইরাল হল প্রধানমন্ত্রীর আরব সফরের ফটোশপ ছবি
আসল ছবিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথায় কোনও আরব আমিরশাহীর উষ্ণীষ ছিল না।
Claim
‘‘মানুষের পোষাক দেখেই নাকি ধর্ম বুঝতে পারা যায়, তাহলে ইনি নিশ্চয় মুসলমান’’
FactCheck
ভাইরাল ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফটোশপ করা ছবি শেয়ার করে দাবি করা হয়েছে তিনি আরবীয় পোশাক পরেছিলেন। ছবিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথায় আরবীয় উষ্ণীষ দেখা যাচ্ছে। এই ছবিটি আসলে ২০১৯ সালের অগস্ট মাসে প্রধানমন্ত্রীর আরব আমিরশাহি সফরের ছবি। আবু ধাবিতে তোলা মূল ছবিটিতে নরেন্দ্র মোদীর মাথায় কোনও আরবীয় উষ্ণীষ ছিল না। বুম ফটোশপ করা ছবিটিকে আগেই খণ্ডন করেছে।
Claim : প্রধানমন্ত্রী মোদী আরবীয় পোশাক পরেছেন
Claimed By : Facebook Post
Fact Check : False