ভারতীয় সেনার বিজেপি-আরএসএস বিরোধী স্লোগান ভুয়ো দাবিতে ফের ছড়াল ভিডিও
মিছিলে সামিল হওয়া এক ব্যক্তি বুমকে জানান, ২০১৯ সালে হরিদ্বারে সেনার পোশাকে ছাত্রদের ওই মিছিলে কেউ এই সব স্লোগান দেয়নি।
Claim
২০১৯ সালে পুলওয়ামায় হামলার ঘটনার পরে ভারতীয় সেনার সমর্থনে উত্তরাখণ্ডের হরিদ্বারে বেরনো এক মিছিলের নেপথ্য শব্দ সম্পাদনা করা ভিডিও ভুয়ো দাবি সহ সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। ১৫ সেকেন্ডের ভিডিওটিতে সেনায় ব্যবহৃত জলপাই ছাপ পরা পোশাকে থাকা ব্যক্তিদের হিন্দিতে শ্লোগান দিতে দেখা যায়, তার বাংলা অনুবাদ, "গুলি কর আরএসএসের লোকেদের, গুলি কর বিজেপির লোকেদের, গুলি কর দেশদ্রোহীদের।" ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, “এবারে ভারতীয় সেনা BJP বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন।”
FactCheck
বুম ইংরেজিতে “ভারতীয় সেনার স্লোগান আরএসএসের দালাল” কিওয়ার্ড সার্চ করে ‘পিআইবি ফ্যাক্টচেক ডট ইন’ নামের এক ওয়েবসাইটে ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পায়। ওই প্রতিবেদনে দাবি করা ফেসবুকে ভাইরাল হওয়া টিকটক ভিডিওতে সেনাদের বিজেপি-আরএসএস বিরোধী স্লোগান দিতে দেখা গেছে। এই ওয়েবসাইটটি অবশ্য কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য-যাচাইয়ের ওয়েবসাইট নয়, বিষয়টি সতর্ক করতে ২৩ মে ২০২১ পিআইবি ফ্যাক্টচেক টুইটারে বিবৃতি দেয়। বুম পিআইবি ফ্যাক্টচেক ডট ইন-এ প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে বুম ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি চৌহান চৌহান বিশাল নামে এক ব্যক্তির ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট খুঁজে পায়। ওই পোস্টের ভিডিওতে এরকমই একটা মিছিলে ভারতের তেরঙা পতাকা জড়ানো অবস্থায় এক ব্যক্তিকে হাঁটাতে দেখা যায়। উত্তরাখণ্ডের হরিদ্বারের বাসিন্দা ওই ব্যক্তি জানান, ভাইরাল ভিডিওটির মিছিলে আসলে ২০১৯ সালের। পুলওয়ামায় শহীদ জওয়ানদের সম্মানে মিছিল বের করা হয়েছিল সে সময়। "সেই মিছিলে বিজেপি অথবা আরএসএস বিরোধী কোনো স্লোগান দেওয়া হয়নি। আমি তাতে অংশ নিয়েছিলাম। মিছিলটি ভূমানন্দ হাসপাতাল ও হরিদ্বারের হর কি পৌরির মধ্যে আয়োজন করা হয়েছিল," বিশাল চৌহান বুমকে বলেন। বুম একই ভুয়ো দাবিতে ছড়ানো ভিডিও ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তথ্য-যাচাই করেছে।