মুসলিম দম্পতির হিন্দু পালিত কন্যার বিয়ের ছবি ভুয়ো দাবিতে জিইয়ে উঠল
বুম দেখে একাধিক খবরে বলা হয়েছে ওই মুসলিম দম্পতি তাঁদের হিন্দু পালিত কন্যার বিয়ে দেন কেরলের কাসারাগড়ের এক মন্দির।
Claim
পালিত কন্যা ও তাঁর সদ্য বিবাহিত বরকে এক মুসলিম দম্পতির আশীর্বাদের ২০২০ সালের ছবি সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি সহ শেয়ার করা হচ্ছে। ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "তিন তালাক এবং বহুবিবাহ থেকে বাচাতে নিজের মেয়েকে হিন্দু ছেলের সাথে বিয়ে দিলো মুসলিম বাবা মা। মুসলিম বাবা মা সামনে দাঁড়িয়ে তাদের মেয়েকে হিন্দু ছেলের সাথে অগ্নি সাক্ষী করে সাতপাক ঘুরে তাদের বিয়ে দেয় মেয়েকে হিন্দু ধর্মে দিক্ষিত করেন পশ্চিমবঙ্গে বানকূড়া নামে এক জায়গায়।" (সংক্ষেপিত)
FactCheck
বুম দেখে ছবিটি ১৬ ফেব্রুয়ারি ২০২০ টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, ১০ বছর বয়সে রাজেশ্বরীকে দত্তক নেন কেরলের কাসারাগড়ের মেলপারাম্বার বাসিন্দা আবদুল্লাহ আবদুরহিমান। রাজেশ্বরী অল্প বয়সে তাঁর বাবা মাকে হারায়। তাঁরা দু'জনেই ছিলেন তামিলনাডুর খেত মজুর। ১৭ ফেব্রুয়ারি ২০২০ প্রকাশিত মাত্রুভূমির এক প্রতিবেদনে বলা হয়, দুই পরিবারের সম্মতিতে, রাজেশ্বরী ও তাঁর স্বামী বিষ্ণুর বিয়ে কানহানগড়ের মানয়োট্টু মন্দিরে হয় যেখানে সব ধর্মের মানুষ প্রবেশ করতে পারেন। ২০২১ সালের এপ্রিল মাসে একই ছবিটি বিভ্রান্তিকর দাবি সহ ভাইরাল হলে বুম সেটির তথ্য যাচাই করেছিল।