ভুয়ো সাম্প্রদায়িক দাবিতে ছড়াল মুর্শিদাবাদে রেল স্টেশনে ভাঙচুরের পুরনো ঘটনা
বুম দেখে মুর্শিদাবাদের নওপাড়া মহিষাসুর রেল স্টেশনে ভাঙচুরের ঘটনা ২০১৯ সালের ডিসেম্বর মাসে সিএএ বিরোধী আন্দোলনের সময়ের।
Claim
মুর্শিদাবাদ জেলার নওপাড়া মহিষাসুর রেল স্টেশনে সংশোধিত নাগরিকত্ব বিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ভাঙচুরের ঘটনা সাম্প্রদায়িক দাবি সহ ট্রেনের হুইসেলে নামাজের বিঘ্ন হওয়ায় ভাঙচুর বলে সাম্প্রদায়িক দাবি সহ সোশাল মিডিয়ায় ছড়াচ্ছে। ফেসবুকে পোস্ট করা গ্রাফিক কার্ডটিতে লেখা হয়েছে, “ট্রেনের হুইসেল নামাজ পড়ার ব্যাঘাত ঘটছে তাই মুর্শিদাবাদের নওপাড়ামহিষাসুর স্টেশনকে ভেঙে ধুলোয় মিশিয়ে দিল এলাকার মুসলিমরা। পুলিশ দাঁড়িয়ে দেখল। আফগানিস্তানের মতো শান্তির পথে এগিয়ে বাংলা।”
FactCheck
বুম যাচাই করে দেখে মুর্শিদাবাদ জেলার নওপাড়া মহিষাসুর রেল স্টেশনে সম্প্রতি এই ধরণের কোনও ভাঙচুরের ঘটনা ঘটেনি। এপ্রিল মাসের শেষ সপ্তাহে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি স্টেশনে ভাঙচুর চালানোর ভিডিও বুম তথ্য-যাচাই করে। বুম ভিডিওর ব্যাপারে সাগরদিঘি থানার সাব-ইনস্পেক্টর প্রিয়তোষ সিনহার সঙ্গে যোগাযোগ করলে তিনি বুমকে বলেন সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের সময় স্টেশনে ভাঙচুরের ঘটনাটি ঘটে। বুম কিওয়ার্ড সার্চ করে ইউটিউবে ১৩ ডিসেম্বর ২০১৯ আপলোড হওয়া একটি ভিডিও দেখতে পায়, যার শিরোনাম, “সাগড়দিঘির নওপাড়া মহিষাসুর স্টেশনে ক্যাব ও এন আর সি বিরোধী বিক্ষোভ মিছিল।” বুম একই দৃশ্য সংবলিত কয়েকটি ভিডিও ফেসবুকে ওই সময়েই পোস্ট হতে দেখে। ওয়াইল্ডস ফিল্ম ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে স্টেশন ভাঙাচুরের দীর্ঘ ভিডিও পাওয়া যায়। ১৮ নভেম্বর ২০২০ আপলোড হওয়া ওই ভিডিওর শিরোনাম, “যুবকরা পশ্চিমবঙ্গে রেল স্টেশন ভাঙচুর করে। সিএএ/এনআরসি ভারতে ঘটনা”। বুম বর্তমান পত্রিকার ওয়েবসাইটে ১৫ ডিসেম্বর ২০১৯ প্রকাশিত প্রতিবেদনে দেখতে পায় সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের জেরে বিক্ষোভকারীরা ভাঙচুর চালায় নওপাড়া মহিষাসুর সহ মুর্শিদাবাদের অন্যান্য আরও কয়েকটি স্টেশনে।