১৭ বছরের অ্যালিজা কার্সনকে নাসা মঙ্গলে পাঠাচ্ছে? ফের ছড়াল ভুয়ো খবর
বুম যাচাই করে দেখে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ১৭ বছর বয়সী অ্যালিজা কার্সনকে মঙ্গলগ্রহে পাঠাবে এই দাবি সত্যি নয়।
Claim
“অ্যালিজা আর পৃথিবীতে ফিরে আসবেনা” এই শিরোনামে একটি সংবাদপত্রের রিপোর্ট ভুয়ো দাবি সহ সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। ওই প্রতিবেদনে লেখা, “মঙ্গলগ্রহে গিয়ে পৃথিবীতে আর ফিরে আসবেনা যে মেয়েটি, তিনি হলেন এলিজা কার্সন। নাসার কনিষ্ঠতম সদস্য।” তৃণমূল কংগ্রেস দলের সাংসদ চিকিৎসক ডঃ কাকলি ঘোষ দস্তিদারও ছবিটি তাঁর যাচাই করা নিজস্ব ফেসবুক পেজে শেয়ার করেছেন।
Fact
বুম অ্যালিজা কার্সনের ওয়েবসাইটে তাঁর সম্পর্কে বর্ণনা পড়ে দেখে সেখানে কোথাও উল্লেখ নেই যে তিনি ২০৩০ সালে মঙ্গল অভিযানের সঙ্গে যুক্ত। ওয়েবসাইটে উল্লেখ করা হয় নাসার ‘মার্স ওয়ান’ অভিযানের ৭ জন দূতের মধ্যে কার্সন অন্যতম। কিন্তু কার্সনকে নাসা মঙ্গলে পাঠানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছে এই তথ্যের উল্লেখ নেই কোথাও। মার্স ওয়ান এর ওয়েবসাইটে অ্যালিজা কার্সনকে একজন দূত হিসেবে বর্ণনা করা হলেও উল্লেখ নেই যে তিনি নাসাতে প্রশিক্ষণ নিচ্ছেন। বেসরকারী এই ডাচ এই সংস্থা দাবি করে তারা মঙ্গলে মানুষের জন্য কলোনি গড়বে। পরে গণমাধ্যমে সংস্থাটি দেউলিয়া হয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়। ২০১৮ সালে একাধিক তথ্য-যাচাইকারী সংস্থা বিষয়টি নিয়ে তথ্য-যাচাই করে। বুম বাংলা একই বিষয়ে ছড়ানো ভুয়ো তথ্য ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তথ্য-যাচাই করেছিল।