১৭ বছরের Alyssa Carson মঙ্গলে গিয়ে আর পৃথিবীতে ফিরবে না? তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ১৭ বছর বয়সী এলিজা কার্সনকে মঙ্গলগ্রহে পাঠাবে এই দাবিটি সত্যি নয়।
সোশাল মিডিয়ায় ১৭ বছর বয়সী এলিজা কার্সন (Alyssa Carson) নামে এক তরুনীর ছবি শেয়ার করে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে তিনি ২০৩৩ সালে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) মঙ্গলগ্রহ অভিযানে সামিল হবেন আর কোনওদিন মঙ্গলগ্রহ থেকে পৃথিবীর মাটিতে ফিরে আসবেন না।
বুম যাচাই করে দেখে এলিজা কার্সন মহাকাশ সংক্রান্ত অভিযান বিষয়ে আগ্রহী। নাসা এলিজাকে ২০৩০ সালে মঙ্গলগ্রহে পাঠানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছে এই দাবির কোনও সারবত্তা নেই।
তথ্য যাচাই
মার্স ওয়ান এর ওয়েবসাইটে এলিজা কার্সনকে একজন দূত হিসেবে বর্ণনা করা হলেও উল্লেখ নেই তিনি নাসাতে প্রশিক্ষণ নিচ্ছেন। বেসরকারী এই ডাচ এই সংস্থা দাবি করে তারা মঙ্গলে মানুষের জন্য কলোনি গড়বে। পরে গণমাধ্যমে সংস্থাটি দেউলিয়া হয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়।
কার্সন মহাকাশে যেতে চান কিন্তু নাসার সঙ্গে তাঁর কোনও যোগ নেই ২০১৮ সালে তথ্যযাচাই করে আরেক তথ্য-যচাইকারী সংস্থা পলিটিফ্যাক্ট।