নির্ভয়া গণধর্ষণ কাণ্ড: এটি সেই নাবালক দোষীর ছবি নয়
ছবিটি বিনয় শর্মার, সাজাপ্রাপ্ত প্রাপ্তবয়স্ক আসামীদের একজন—নাবালক অভিযুক্তটির নয়। তার ছবি কখনও প্রকাশ করা হয়নি।
Claim
২০১২ সালে নির্ভয়া ধর্ষণ কাণ্ডে সাজাপ্রাপ্ত বিনয় শর্মার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই দাবি সমেত যে, সেটি হল সেই নাবালক আসামির ছবি যে ফাঁসির হাত থেকে বেঁচে গেছে। ছবিটির ক্যাপশনে দেওয়া হয়েছে সেই যৌন নির্যাতনের পুঙ্খানুপুঙ্খ বিবরণ।
FactCheck
ভাইরাল পোস্টে হিন্দুস্থান টাইমস-এ প্রকাশিত একটি লেখার ক্লিপিং ব্যবহার করা হয়েছে যাতে নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাপ্তবয়স্ক আসামীদের মধ্যে একজনের ছবি ছাপা হয়েছিল। ক্যাপশনে তাকে বিনয় শর্মা হিসেবে শনাক্ত করা হয়। শর্মা ও এক নাবালক, ছ’জনের মধ্যে ছিল, যারা ১৬ ডিসেম্বর ২০১২ রাতে দিল্লির এক প্যারামেডিক ছাত্রীকে চলন্ত বাসের মধ্যে গণধর্ষণ করে। দোষী নাবালকটির ছবি কখনও জনসাধারণের জন্য প্রকাশ করা হয়নি। পাঁচজন প্রাপ্তবয়স্ক সাজাপ্রাপ্তদের মধ্যে রাম সিংকে ২০১৫ সালে মৃত অবস্থায় পাওয়া যায় তিহার জেলে। পুলিশ বলে, সে গলায় দড়ি দিয়েছিল। বাকি চারজনকে ২০ মার্চ ২০২০ তে তিহার জেলে ফাঁসি দেওয়া হয়। মিথ্যে দাবিটি বুম আগেও খণ্ডন করেছিল।