না, এই ছবিতে জর্জ ফ্লয়েডের মেয়ের কাছে বাইডেন ক্ষমা চাইছেন না
বুম দেখে ওই বাচ্চা ছেলেটি সিজে ব্রাউন, বাইডেন ডেট্রয়েটে একটি দোকানে ঢোকার সময় ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ছবিটি তোলা হয়।
Claim
আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এক হাঁটু গেড়ে বসে এক বাচ্চার সঙ্গে কথা বলার ছবি সোশাল মিডিয়ায় মিথ্যে দাবি সহ শেয়ার করা হচ্ছে। ওই ছবিটি ফেসবুকে শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে, বাইডেন বর্ণবিদ্বেষের শিকার হয়ে মারা যওয়া জর্জ ফ্লয়েড-এর মেয়ের কাছে ক্ষমা চাইছে। ফেসবুক পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, “পুলিশের নির্যাতনে নিহত হওয়া জর্জ ফ্লয়েডের সন্তানের কাছে ক্ষমা চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আইনের শাসন কতটা শক্তিশালী হলে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী প্রেসিডেন্ট এভাবে একটা বাচ্চার কাছে হাটু গেড়ে বসে ক্ষমা চাইতে পারে। আর আমাদের দেশে??”
Fact
বুম দেখে বাইডেনের এই ছবিটি তোলা হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২০। বাইডেন ভোটপ্রচারের সময় তাঁর নাতিনাতনিদের জন্য কেনাকাটা করতে গেলে ওই খুদে ব্রাউন ও তাঁর বাবা ক্লিমেন্ট ব্রাউনের সঙ্গে সাক্ষাৎ হয়। ক্লিমেন্ট ব্রাউন-এর 'থ্রি থ্রর্টিন' নামে পোষাকের দোকান রয়েছে। রয়টর্সের তরফে ছবিটি তোলেন লিয়াহ মিলিস। ছবিটির ক্যাপশনে লেখা হয়, ''মিশিগানের ডেট্টয়েটে সফরের সময় আমেরিকার ডেমোক্রাট দলের রাষ্ট্রপতি পদপার্থী জো বাইডেন কথা বলছেন সি জে ব্রাউনের সঙ্গে, ৯ সেপ্টেম্বর, ২০২০ তিনি চটজলদি পোষাকের দোকান 'থ্রি থার্টিন'-এ যান তাঁর নাতি-নাতনিদের জন্য কিছু জিনিস কেনাকাটার করতে।'' একই ভুয়ো দাবি সহ ছবিটি ভাইরাল হলে বুম ২০২১ সালের জানুয়ারি মাসে তথ্য-যাচাই করে।