না, এটি রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মেয়ের ছবি নয়
বুম দেখে ছবিটি ২০১৭ সালের। ছবিতে থাকা মেয়েটি রুশ রাষ্ট্রপতি পুতিনের মেয়ে নয়, মেয়েটির নাম পলিনা মলিজিয়ান।
Claim
রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকা একটি কিশোরীর ছবিকে ফেসবুকে শেয়ার করে মিথ্যে দাবি করা হচ্ছে এটি পুতিনের মেয়ের ছবি যিনি সদ্য রাশিয়ায় আবিষ্কার হওয়া কোভিড-১৯ টিকা নিয়েছেন। ফেসবুক পোস্টে ছবিটি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়ের শরীরে প্রথম করোনা ভ্যাকসিন প্রয়োগ করলেন। একবার ভাবুন এই রকম প্রধানমন্ত্রী যদি প্রতিটা দেশে তৈরি হয় তাহলে পৃথিবী কত সুন্দর হয়ে উঠবে।...(সম্পাদিত)’’
Fact
বুম দেখে ভাইারাল হওয়া ছবিটি রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে—মারিয়া ভরোন্তসোভা এবং ক্যাটেরিনা তিখোনোভার ছবি নয়। ২০১৭ সালের ১২ জুন স্পুটনিকে প্রকাশিত গ্যালরিতে রয়েছে ছবিটি। রাজধানী মস্কোর ক্রেমলিনে আয়োজিত একটি অনুষ্ঠানে ছবিতে থাকা আস্ত্রাখানের মেয়ে পলিনা মজিলিয়ানকে রাষ্ট্রপতি পুতিন সংবর্ধনা দেন ওই দিন। পড়াশোনায় কৃতিত্বের জন্য এবং জরুরি পরিস্থিতিতে সাহস প্রদর্শনের জন্য ১০ জন রুশ তরুণকে বেছে নিয়ে তাদের হাতে পাসপোর্ট তুলে দেওয়া হয়। আগে এই ছবিটি নাতালিয়া নামে একজন কোভিড-১৯ টিকার ট্রায়ালে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকের ছবি সহ ভাইরাল হয়েছিল। তখনও ছবিটিকে পুতিনের মেয়ে বলে দাবি করা হয়, সেসময় বুম ছবিটিকে খণ্ডন করে।