না, এটি বালুচিস্তানে বিজেপির পতাকা ওড়ানোর ভিডিও নয়
বুম যাচাই করে দেখে ২০১৯ সালের মার্চ মাসে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সপার্ষদ বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার ভিডিও এটি।
Claim
‘‘মোদী হে তো মুমকিন হে, পাকিস্তানের বালুচিস্তানে উড়ছে বিজেপির ধ্বজা, সঙ্গে মোদীজি জিন্দাবাদ শ্লোগান। বালুচিস্তান দিচ্ছে ডাক, পাকিস্তান নিপাত যাক।’’
FactCheck
ফেসবুকে পোস্ট করা ৪৫ সেকেন্ডের একটি ভিডিওতে বিজেপির দলীয় পতাকা ওড়ানোর পাশিপাশি প্রধনমন্ত্রী মোদী ও বিজেপির হর্ষধ্বনি করতে দেখা যাচ্ছে। বোরখা পরিহিত মুসলিম মহিলারাও সমিল হয়েছেন এই জয়োচ্ছাসে। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে মিথ্যে দাবি করা হচ্ছে, বালুচিস্তানের লোকজন বিজেপির পতাকা তুলে মোদীজি জিন্দাবাদ শ্লোগান দিচ্ছেন। ভিডিওটি আসলে ২০১৯ সালের মার্চ মাসে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ কেন্দ্রে বিজেপির লোকসভা প্রার্থী সুফি ইউসুফের দলীয় সমর্থকদের সঙ্গে তাঁর মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তোলা। ভিডিওটিতে বিজেপি প্রার্থী সুফি ইউসুফকে দেখতে পাওয়া যায়। ৩১ মার্চ ২০১৯ ভিডিওটি টুইট করা হয় বিজেপির জম্মু-কাশ্মীরের টুইটার হ্যান্ডেল থেকে। ভিডিওটি গত বছরের মে মাসে একই ভুয়ো দাবি সহ ভাইরাল হয়েছিল, বুম সে সময় ভুয়ো দাবিটি খণ্ডন করে।