ইউনেস্কোর সিপিআইএমকে বিশ্বের সবচেয়ে সৎ রাজনৈতিক দল ঘোষণার খবরটি ভুয়ো
ইউনেস্কো ২০১৮ সালে জানায় ভারতের মার্কসবাদী কমিউনিস্ট দলকে বিশ্বের সবচেয়ে সৎ দলের তকমা দেওয়া ভাইরাল শংসাপত্রটি ভুয়ো।
Claim
'ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ' নামের এক ওয়েবসাইটের একটি প্রতিবেদনের স্ক্রিনশট সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যার শিরোনাম, "সিপিএম পার্টিকে বিশ্বের মধ্যে সবচেয়ে সৎ পার্টি বলে শংসাপত্র দিল ইউনেস্কও।" ইউনেস্কোর লোগো সহ ওই প্রতিবেদনে ৯ অক্টোবর ২০১৮ তারিখে ঘোষণা করা একটি শংসাপত্র উল্লেখ করা হয়েছে। শংসাপত্রটিতে লেখা হয়েছে বিশ্বের সবচেয়ে সৎ রাজনৈতিক দল হল ভারতের কমিউনিস্ট দল।
Fact
বুম দেখে ভাইরাল হওয়া এই শংসাপত্রটি ভুয়ো। টুইটারে কিওয়ার্ড সার্চ করে দেখা যায়, ২০১৮ সালের ১০ অক্টোবর এক টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবাবে ইউনেস্কো জানায় এই শংসাপত্রটি জাল। বিষয়টি গুজব বলেও নস্যাৎ করে দেয় ইউনেস্কো। ২০১৯ সালের ২০ এপ্রিল ঝাড়গ্রাম নিউজফ্ল্যাশ বিষয়টি নিয়ে একই শিরোনাম সমেত ওই ভুয়ো প্রতিবেদন প্রকাশ করেছিল। এর আগে ইউনেস্কো ইসলামকে শান্তির ধর্ম ঘোষণা করেছে দাবি করে ভুয়ো খবর ভাইরাল হলে বুম তারও তথ্য যাচাই করে।