ভার্জিনিয়ায় পাখি উদ্ধারের পুরনো ভিডিও বিভ্রান্তিকর দাবি সহ জিইয়ে উঠলো
বুম দেখে মূল ভিডিওটি ২০১৩ সালের। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বিদ্যুৎ বিভাগ পাখিটিকে উদ্ধার করেছিল।
Claim
১ মিনিট ৩৫ সেকেন্ডের একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে হেলিকপ্টারের সাহায্যে বৈদ্যুতিক তারে আটকে যাওয়া একটি পাখিকে উদ্ধার করা হচ্ছে। ভারতীয় নেটিজেনরা এই ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করে ক্যাপশন লিখেছেন, “দেখুন কীভাবে বৈদ্যুতিক তারে আটকে থাকা একটি পাখিকে উদ্ধার করল ভারতীয় বায়ুসেনা।”
FactCheck
ভিডিওটি ২০১৩ সাল থেকে অনলাইনে আছে। দৃশ্যে বর্ণিত ঘটনাটি ঘটেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিচে লেসনার ব্রিজের নিকটে। মাটির উপরে টানা বৈদ্যুতিক তারে আটকে যায় একটি সামুদ্রিক গাঙ্গচিল। প্রায় ২৪ ঘণ্টার মতো সময় পাখিটি সেখানে আঁটকে ছিল, তারপর অবশেষে ভার্জিনিয়া রাজ্যের বিদ্যুৎ বিভাগ হেলিকপ্টার ব্যাবহার করে এই গাঙ্গচিলটিকে উদ্ধার করে এবং স্থানীয় পশু সেবালয়ে সুশ্রুষার জন্য নিয়ে যায়। দ্য মিরর, দ্য টেলিগ্রাফ এবং মেট্রোতে মূল ঘটনার সংবাদ প্রকাশিত হয়েছিল। এই ভিডিও নিয়ে ভুয়ো পোস্ট বুম ফেব্রুয়ারি মাসে খণ্ডন করেছে।