ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষের সাথে জুড়ে ফের ছড়াল মেকি শবযাত্রার ভিডিও
বুম দেখে ভিডিওটি ২০২০ সালের জর্ডনের যখন সেখানে কোভিড লকডাউনের সময় কিছু অল্পবয়সীরা মেকি এই শবযাত্রার আয়োজন করে।
Claim
সাইরেনের আওয়াজ হওয়াতে একদল লোকের শবদেহ ছেড়ে পালানোর এক ভিডিও সম্প্রতি প্যালেস্তাইনের দৃশ্য বলে ভুয়ো দাবিতে ছড়ান হয়েছে। সাম্প্রতিক ইজরায়েলের সাথে প্যালেস্তাইনের সংগঠন হামাসের চলতে থাকা সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে তার ক্যাপশনে লেখা হয়েছে, "ভিক্টিম কার্ড প্লে করা ওদের বরাবরের স্বভাব। সেটা ভারত হোক, ইজরায়েল হোক, বা পৃথিবীর অন্য কোথাও। নাটক টা দেখুন। স্থান: প্যালেস্টাইন।"
FactCheck
২০২১ সালের মে মাসে এই ভিডিও একই দাবি সহ ভাইরাল হলে বুম তার তথ্য যাচাই করে। আমরা তখন ভিডিওটির মূল কিছু ফ্রেমকে রিভার্স ইমেজ সার্চ করলে ২৪ মার্চ ২০২০ তারিখে আবু ধাবির একসংবাদ মাধ্যম ২৪.এ ই এক পোস্ট খুঁজে পাই যেখানে ওই ভিডিও পোস্ট করে আরবিতে তার ক্যাপশন হিসাবে লেখা হয়, "জর্ডানের তরুণ যুবকরা ঘর থেকে বেরোনোর নতুন উপায় বার করেছে। তারা এক বন্ধুর মেকি শবযাত্রা বের করে এবং সাইরেনের শব্দ পাওয়ার পর এইটা হয় তাদের সাথে।" ২০২০ সালে কোভিড চলাকালীন কঠোর লকডাউনের সময় কিছু অল্পবয়সী ব্যক্তি বাড়ির বাইরে বেরোনোর জন্য তাদেরই একজন বন্ধুকে মৃত সাজিয়ে ভুয়ো এক শবযাত্রা বার করে। কিন্তু সাইরেনের আওয়াজ শুনতে তারা পালিয়ে যায়। বন্ধুদের পাশাপাশি শব সেজে থাকা ব্যক্তিও সাইরেনের আওয়াজ শুনে উঠে দাঁড়িয়ে পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে ধরে ফেলে।