মুখ্যমন্ত্রীর উক্তির বিকৃত শিরোনাম সহ বর্তমান কাগজের ছবি জিইয়ে উঠল
বুম দেখে ২০ এপ্রিল ২০১৯ বর্তমানে প্রকাশিত মূল শিরোনাম ছিল, "৪২টা আসন দিন, দিল্লি কীভাবে কাঁপাতে হয় দেখিয়ে দেব: মমতা।"
Claim
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ বর্তমান পত্রিকায় প্রকাশিত খবরের সম্পাদিত শিরোনাম সহ একটি ভুয়ো ছবি সোশাল মিডিয়ায় মিথ্যে দাবি সহ ছড়ানো হচ্ছে। শিরোনামটিতে লেখা, “৪২ টা আসন দিন, হিন্দু কিভাবে কাঁদাতে হয় দেখিয়ে দেব: মমতা”। ছবিটি শেয়ার করে ফেসবুকে ক্যাপশনলেখা হয়েছে, “এই সংবাদের বক্তব্য এক বছর আগের হলেও সেটি অক্ষরে অক্ষরে পালন করছে দিদিমণি।"
FactCheck
বুম দেখে ২০ এপ্রিল ২০১৯ প্রকাশিত বর্তমান পত্রিকায় মূল শিরোনাম লেখা হয়েছিল, “৪২টা আসন দিন, দিল্লি কীভাবে কাঁপাতে হয় দেখিয়ে দেব: মমতা।” বর্তমানে ছাপা ওই প্রতিবেদনের শিরোনাম অপটু হাতে ফোটোশপ করা হয়েছে। ১৯ এপ্রিল ২০১৯ লোকসভা নির্বাচনের প্রাক প্রচারে মুর্শিদাবাদ জেলার বহরমপুর স্টেডিয়ামে দলীয় প্রার্থী অপূর্ব (ডেভিড) সরকারের সমর্থনে আয়োজিত জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ওই আপ্তবাক্য বলেন, “৪২’এ ৪২টা আসন দিন। দিল্লি কীভাবে কাঁপাতে হয়, দেখিয়ে দেব। কীভাবে দখল হবে দিল্লি, সেটাও জানা আছে।” বুম এই সম্পাদিত শিরোনামের ভাইরাল ছবিটি ২০১৯ সালের পর একাধিকবার তথ্য-যাচাই করেছে।