ফাস্ট চেক
বাংলাদেশে বিক্ষোভের ভিডিও পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসা বলে ছড়াল
বুম দেখে ২৮ মার্চ ২০২১ চট্টগ্রামের হাটহাজারী থেকে আপলোড করা আসল ভিডিওটি চার ব্যক্তির মৃত্যুর বিরুদ্ধে বিক্ষোভের দৃশ্য।
Claim
দেশকে সুরক্ষিত রাখে যে সেনারা, তাদেরই যদি এই অবস্থা হয়, তাহলে তো সাধারণ মানুষের অবস্থা চিন্তাই করা যায় না। বাংলার একটি দৃশ্য।
FactCheck
সেনাবাহিনীর জওয়ানরা পশ্চিমবঙ্গে আক্রান্ত হচ্ছেন, এই ক্যাপশন সহ একটি ভিডিও হোয়াটসঅ্যাপে শেয়ার করা হচ্ছে। বুম দেখে ভিডিওটি বাংলাদেশের হাটহাজারীতে তোলা। মার্চের শেষে, নরেন্দ্র মোদীর দু’দিনের বাংলাদেশ সফরকালে মোদী-বিরোধী আন্দোলনের সময়, একটি ইসলামি গোষ্ঠীর সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চার জন মারা যান। তার প্রতিবাদে সেখানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আমরা দেখি যে, সেনাবাহিনীর গাড়ির নম্বরপ্লেটটি বাংলায় লেখা। আর অ্যাম্বুলেন্সের মধ্যে বাংলাদেশের আর্মি মেডিক্যাল কোর-এর (এএমসি) এক সদস্য বসে আছেন। আগেও, এই ধরনের মিথ্যে দাবি সমেত ভিডিওটি ভাইরাল হয়েছিল, এবং তখনও বুম তা খণ্ডন করে।
Claim : ভিডিও দেখায় পশ্চিমবঙ্গে ট্রাকবাহী সেনার উপর আক্রমণ
Claimed By : WhatsApp Message
Fact Check : False