ফাস্ট চেক
শাহরুখ খান বলেছেন "দেশ ছাড়বেন"? ফের জিইয়ে উঠল ভুয়ো উক্তি
শাহরুখ খান বলেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে তিনি দেশ ছেড়ে চলে যাবেন, ২০১৪ সালে তিনি এই দাবিটি খারিজ করেন।
Claim
শাহরুখ খানের উক্তি বলে সোশাল মিডিয়ায় একটি গ্রাফিক পোস্ট শেয়ার করা হচ্ছে। ওই গ্রাফিকে হিন্দিতে লেখা হয়েছে, "যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন তাহলে আমি শুধু টুইটারই নয় দেশ ছেড়ে চলে যাব।" (হিন্দিতে মূল লেখা: यदि मोदी प्रधानमंत्री बने तो मैं सिर्फ़ ट्वीटर ही नहीं बल्कि देश भी छोड़ दूँगा -शाहरुख़ खान।)
FactCheck
শাহরুখ খান বলেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে তিনি দেশ ছেড়ে চলে যাবেন এই ভুয়ো দাবি তাঁর উক্তি বলে সোশাল মিডিয়ায় আবারও শেয়ার করা হচ্ছে। ২০১৯ সালে এই দাবি ভাইরাল হল বুম সে সময় এটির তথ্য যাচাই করে। আমরা দেখি এই ভুয়ো খবরের উৎস শাহরুখ খানের নামে তৈরি একটি ভুয়ো টুইটার অ্যাকাউন্ট। @jamsrk ভুয়ো অ্যাকাউন্ট থেকে ওই উক্তিটি করা হয়। ২০১৪ সালে একটি টুইট করে শাহরুখ খান জানান ভাইরাল দাবিটি মিথ্যে।
Claim : শাহরুখ খান বলেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে তিনি দেশ ছেড়ে চলে যাবেন।
Claimed By : Facebook Posts
Fact Check : False