Brazil-এ শারমেয় Hyundai শোরুমে বিপনন কর্মী? না তা ঠিক নয়
বুম যাচাই করে দেখে কুকুরটি বিপনন কর্মী নয়—ব্রাজিলে হুন্ডাইয়ের একটি শোরুম টাসকন প্রাইম নামের কুকুরটিকে দত্তক নিয়েছে।
Claim
ব্রাজিলের এক হুন্ডাই শোরুমে একটি কুকুর দত্তক নেওয়ার কাহিনী সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকরভাবে প্রকাশ করা হচ্ছে। ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘‘সবচেয়ে মানবিক ঘটনা অনেকদিন পর। একটি কুকুর Hyundai Showroom বাইরে অপেক্ষা করতো যতক্ষন না তারা তাকে সেখানে ঢুকতে দেয়, Hyundai থেকে তাকে একটি আই কার্ড তৈরি করে দিয়েছে সে এখন Hyundai কর্মী, সে ওই Showroom থাকতে পারে ও তাকে খেতে দেওয়া হয়।’’
FactCheck
বুম যাচাই করে দেখে টাসকন প্রাইম নামের ওই কুকুরটিকে ২০২০ সালের অগস্ট মাসে দত্তক নিয়েছে ব্রাজিলের একটি হুন্ডাই শোরুম। কুকুরটি ওই শোরুমের সেলসম্যান হিসেবে নিয়োগ করা হয়নি। হুন্ডাই ব্রাজিল তাদের দত্তক নেওয়া কুকুর টাসকন প্রাইমের ছবি তাদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করার পর এই খবরটি ভাইরাল হয়। হুন্ডাই ব্রাজিল ডিয়া ডু ভিরালটা অনুষ্ঠান উপলক্ষে এই ছবিটি পোস্ট করে। রাস্তার প্রাণীদের উদ্ধার করা এবং তাদের উপযুক্ত লালনপালনের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশে ডিয়া ডু ভিরালটা অনুষ্ঠানটি উদযাপন করা হয়। ২০২০ সালে ছবিগুলিকে কলকাতার হুন্ডাই শোরুমের ঘটনা বলে নেটিজেনরা শেয়ার করলে বুম তার তথ্য যাচাই করে।