কলকাতায় হুন্ডাই শোরুমে সেলসম্যানের কাজে পথ কুকুর? না তা ঠিক নয়
বুম যাচাই করে দেখে কলকাতা নয়—ব্রাজিলে হুন্ডাইয়ের একটি শোরুম টাসকন প্রাইম নামের কুকুরটিকে দত্তক নিয়েছে।
ব্রাজিলের হুন্ডাইয়ের একটি শোরুমে একটি কুকুরের পোজ দেওয়া চারটে ছবির একটি সেট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ছবিতে মিথ্যে দাবি করা হয়েছে কলকাতায় হুন্ডাইয়ের একটি শোরুম এই কুকুরটিকে দত্তক নিয়েছে।
একটি কুকুর Hyundai Showroom বাইরে অপেক্ষা করতো যতক্ষন না তারা তাকে সেখানে ঢুকতে দেয়, Hyundai থেকে বাচ্চাটিকে একটি আই কার্ড তৈরি করে দিয়েছে বাচ্চাটা এখন Hyundai কর্মী, সে ওই Showroom e থাকতে পারে ও তাকে খেতে দেওয়া হয়।
— Swastika Mukherjee (@swastika24) August 4, 2020
The most humane thing to happen in a long time. Take ♥️♥️ pic.twitter.com/y9xx5PMNBB
Translation for those who don't read Bangla, because everyone must read this:
— Sayantan Ghosh (@sayantansunnyg) August 4, 2020
This munchkin used to wait outside a Hyundai showroom in Calcutta until they let him inside, so Hyundai decided to make him his own ID Card, now he's a car salesman, and lives there permanently. https://t.co/DwPKvzy9yY
Translation for those who don't read Bangla, because everyone must read this:
— Sayantan Ghosh (@sayantansunnyg) August 4, 2020
This munchkin used to wait outside a Hyundai showroom in Calcutta until they let him inside, so Hyundai decided to make him his own ID Card, now he's a car salesman, and lives there permanently. https://t.co/DwPKvzy9yY