‘দ্য বিয়ার’ ছবির অংশ গিনেস বিশ্ব রেকর্ডে মনোয়নের ভুয়ো দাবিতে ফের ছড়াল
বুমকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস নিশ্চিত করে জানায় ‘দ্য বিয়ার’ নামের সেই সিনেমা তাদের কোনও মনোনয়ন পায়নি।
Claim
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এক চলচিত্রের দৃশ্য (Film Scene) এবং দাবি করা হয় এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের (Guiness Book of World Records) মনোনয়ন পায়। ভিডিওতে একটি ভালুকছানাকে (Bear Cub) দেখা যায় একটি শিকারী সিংহীর থেকে পালাতে। সোশ্যাল মিডিয়ার পোস্টে চলচ্চিত্রের ভিডিওগ্রাফির প্রশংসা করে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ক্যাপশন হিসেবে লেখেন,"এই ভিডিওটি সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে মনোনীত হয়েছে... ভিডিওগ্রাফারের পেশাদারিত্ব দেখুন।"
FactCheck
বুম এর আগেও এই ভিডিওর তথ্য যাচাই করে ২০২৩ সালে যখন এটি একই দাবি সহ ভাইরাল হতে দেখা যায়। আমরা ভিডিওর অংশগুলি রিভার্স সার্চ করে একটি ভিয়েতনামি প্রতিবেদন খুঁজে পাই যেখানে বলা হয় ভিডিওটি 'দ্য বিয়ার' নামক এক চলচ্চিত্রের অংশ। এখানে আরও বলা হয় এটি ১৯৮৮ সালে মুক্তি পাওয়া একটি ফরাসি চলচ্চিত্র যার পরিচালক জাঁ জ্যাক্স আনাউ। এছাড়াও আমরা ইউটিউবে এই ভিডিওর একটি দীর্ঘ সংস্করণও খুঁজে পাই যেটি আপলোড করা হয় ৩১ অক্টোবর, ২০০৭ তারিখে। এছাড়াও, বুম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের মিডিয়া বিভাগে যোগাযোগ করলে তারা আমাদের নিশ্চিত করে জানান এই ছবি তাদের কোনও মনোনয়ন পায়নি।