বিভ্রান্তিকর দাবিতে জিইয়ে উঠল পাঞ্জাবে শিখ ব্যক্তির বেত্রাঘাতের ছবি
বুম দেখে বিপ্লবী ভগৎ সিংহের তরুন বয়সের মাত্র চারটি আর্কাইভ ছবি আছে, ভাইরাল ছবিটি তার মধ্যে নেই।
Claim
উর্দিধরী এক সামরিক ব্যক্তি অর্ধ নগ্ন এক ব্যক্তিকে রেলের প্লাটফর্মের পোলে বেঁধে বেত্রাঘাত করছে, এরকম একটি ছবি সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ ভাইরাল হয়েছে। এই ছবিটি আগে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ভগৎ সিংহের ছবি বলেও সোশাল মিডিয়াতে শেয়ার করা হয়েছিল। ছবিটি ফেসবুকে শেয়ার করে মহাত্মা গাঁধীর অহিংসা নীতিকে কটাক্ষ করে লেখা হয়েছে, “গাঁধীর দাঁতহীন হাসির মাধ্যমে স্বাধীনতা আসেনি, স্বাধীনতা সংগ্রামীদের বেত্রাঘাতের মধ্যে দিয়ে এসেছে।” (মূল ইংরেজিতে: Independence didn't come from "toothless smile" of Gandhi, it came through the lashes taken by Patriots.)
Fact
ভাইরাল ছবিটি সোশাল মিডিয়ায় কেউ কেউ স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ভগৎ সিংহের ছবি বলে শেয়ার করলেও এটি তাঁর ছবি নয়। একাধিক ওয়েবসাইটে ১৯১৯ সালে অমৃতসর বা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে পাঞ্জাবে বেত মারা বলে উল্লেখ করা হয়েছে। ছবিটি ১৯৯৯ সালের ধরা হলে বিপ্লবী ভগৎ সিংহের বয়স মাত্র ১২ বছর। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং 'ভগৎ সিং আর্কাইভ অ্যান্ড রিসোর্স সেন্টার, দিল্লি আর্কাইভস'এর সাম্মানিক পরামর্শদাতা চমন লাল-এর সম্পাদিত বই 'ভগৎ সিং রিডার'-এ তরুন ভগৎ সিংহের মাত্র ৪ টি ছবি রয়েছে। মোটা মাপের আকারের ওই গ্রন্থে সংগৃহীত আছে ভগৎ সিংয়ের সমস্ত লেখা, তাঁর চিঠি, টেলিগ্রাম, নানা নোটিস ও তাঁর জেলে বসে লেখা নোটবই। বুম নির্ভরযোগ্য কোনও নথিতেই ছবিটিকে ভগৎ সিংহের ছবি বলা হয়েছে এর প্রামাণ্য তথ্য খুঁজে পায়নি। বুম ২০২০ সালের অক্টোবর মাসে প্রথম ছবিটিকে ঘিরে ছড়ানো মিথ্যে দাবির তথ্য-যাচাই করেছিল।