ফাস্ট চেক
না, লকডাউন বিধিভঙ্গ করায় পশ্চিমবঙ্গ পুলিশের মারে আহত হয়নি এই যুবক
বুম যাচাই করে দেখে লকডাউন বিধিভঙ্গের জন্য রাজ্য পুলিশ ওই যুবককে মারেনি, আহত যুবকের ছবিটি ২০১৯ সাল থেকে অনলাইনে আছে।
Claim
‘‘শুটিয়ে লাল করে দেব। পশ্চিমবঙ্গ পুলিশকে শ্রদ্ধা। প্রসাদ মিলেছে’’
FactCheck
ভাইরাল ফেসবুক পোস্টে পিঠে কালশিটে দাগের এর যুবকের ছবি শেয়ার করে দাবি করা হয়েছে-পশ্চিমবঙ্গ পুলিশের মারেই আহত হয়েছে ওই যুবক। ওই পোস্টে আরেকটি ছবি শেয়ার করা হয়েছে। ছবিটি হাওড়ার টিকায়াপাড়ায় পুলিশ ও জনতার খণ্ডযুদ্ধের ছবি। মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২০ লকডাউন বিধিভঙ্গ করে বেলিলিয়াস রোডে ‘কন্টেনমেন্ট জোনে’ জমায়েতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে পুলিশ ও র্যাফ কর্মীরা আক্রান্ত হয়। পরে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নামে। পুলিশ সিসিটিভি দেখে চিহ্নিত করে এপর্যন্ত ১০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। আহত যুবকের ভাইরাল ছবিটি ২০১৯ সালের জুলাই মাস থেকে অনলাইনে রয়েছে। আগের মাসে একই ছবি ভুয়ো দাবি সহ ভাইরাল হয়েছিল, বুম সে সময় ছবিটিকে খণ্ডন করে।
Claim : ভাইরাল ছবির দাবি লকডাউন ভঙ্গ করায় পশ্চিমবঙ্গ পুলিশ মেরেছে
Claimed By : Facebook Post
Fact Check : False