ফাস্ট চেক
ঝাড়খণ্ডের এক মহড়ার ভিডিওকে অসমের বলে চালানো হয়েছে
বুম দেখে ভাইরাল ক্লিপের দৃশ্যগুলি পুরনো যা ঝাড়খণ্ডের একটি পুরনো মহড়া থেকে নেওয়া।
Claim
ঝাড়খণ্ডে তোলা একটি মহড়ার ভিডিও এই বলে ভাইরাল হয়েছে যে, বিধানসভা নির্বাচনের আগে সেটি অসমে অনুষ্ঠিত হয়। অসমীয়াতে লেখা ক্যাপশনটির মানে দাঁড়ায়, “অসমে কেউ পারে না...বিজেপি এর জবাব পাবে”।
FactCheck
বুম দেখে, ভিডিওটি ২০১৭ তে ঝাড়খণ্ডে তোলা হয়। ভিডিও যাচাই করার সরঞ্জাম ‘ইনভিড’-এর সাহায্যে আমরা ভিডিওটিকে প্রধান কয়েকটি ফ্রেমে ভেঙ্গে দিই। তারপর রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, ১ নভেম্বর ২০১৭ তে একই ধরনের একটি ভিডিও আপলোড করা হয়। এবং বলা হয়, খুঁটি পুলিশের একটি মহড়ার ভিডিও সেটি।
Claim : বিজেপি শাসিত অসম রাজ্যে পুলিশ গুলি চালাচ্ছে
Claimed By : Facebook Post
Fact Check : False