


Claim
‘‘ভারতে অন্য আরও এক মসজিদে আগুন’’
Fact
ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে একটি মসজিদে আগুন লাগার ভিডিওকে ভারতের ঘটনা বলা হচ্ছে। ২০১৯ সালের জানুয়ারি মাসে ইন্দোনেশিয়ার দক্ষিন সুলায়োশি প্রদেশের উগুং লিউয়ু-এর কাবা মসজিদে আগুন লেগে যাওয়ার ভিডিও এটি। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই ছবিটি ভাইরাল হয়েছিল কাশ্মীরের মসজিদে আগুন লাগার ঘটনা বলে। বুম সেসময় এই ভিডিওটি সম্পর্কিত ভুয়ো তথ্য খণ্ডন করে।
To Read Full Story, click here
Next Story